অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি Logo বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম । Logo নরসিংদী সদর ও কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্ট পরিচালনা Logo বগুড়ায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ Logo নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন Logo বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন!

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে শোকজ

image_91801_0যশোর ব্যুরো, যশোর: ঢাকা-খুলনা মহাসড়কের যশোর অংশের দশা দেখে দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ঈদের আগে এই মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে নাপারায় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। মোবাইল ফোনে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেন।

বুধবার দুপুরে পরিদর্শনকালে মন্ত্রী মহাসড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে কুষ্টিয়া ও সাতক্ষীরার দু’জন তরুণ প্রকৌশলীকে দায়িত্ব দেন। আগামি তিনদিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি যান চলাচলের উপযোগী করতে হবে বলে তিনি প্রকৌশলীদ্বয়কে জানিয়ে দেন।

সকাল ১১টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে যশোর আসেন। পরে তিনি সড়কপথে যশোর-খুলনা মহাসড়ক ধরে নওয়াপাড়া যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী যশোরের মানুষের সহনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, “আমার ভাগ্য ভালো যে, মানুষের তোপের মুখে পড়তে হয়নি।”

মন্ত্রী বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারের দেড় কিলোমিটার অংশ আমার গলার কাঁটা।”

যত দ্রুত সম্ভব এই দেড় কিলোমিটার রাস্তা মেরামত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, “ঈদের দুই সপ্তাহ পর আমি আবার যশোর আসব। তখন মহাসড়কটি স্থায়ীভাবে যান চলাচলের উপযোগী করতে কী ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে আলাপ-আলোচনা হবে।”

যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া তালতলায় দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “যত ক্ষমতাশালীই হোক না কেন, সওজের জায়গা কেউ দখলে রাখতে পারবে না।”

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সারাদেশের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা এখন মোটামুটি ভালো।”

মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে শোকজ

আপডেট টাইম : ০৮:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪
image_91801_0যশোর ব্যুরো, যশোর: ঢাকা-খুলনা মহাসড়কের যশোর অংশের দশা দেখে দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ঈদের আগে এই মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে নাপারায় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। মোবাইল ফোনে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেন।

বুধবার দুপুরে পরিদর্শনকালে মন্ত্রী মহাসড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে কুষ্টিয়া ও সাতক্ষীরার দু’জন তরুণ প্রকৌশলীকে দায়িত্ব দেন। আগামি তিনদিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি যান চলাচলের উপযোগী করতে হবে বলে তিনি প্রকৌশলীদ্বয়কে জানিয়ে দেন।

সকাল ১১টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে যশোর আসেন। পরে তিনি সড়কপথে যশোর-খুলনা মহাসড়ক ধরে নওয়াপাড়া যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী যশোরের মানুষের সহনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, “আমার ভাগ্য ভালো যে, মানুষের তোপের মুখে পড়তে হয়নি।”

মন্ত্রী বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারের দেড় কিলোমিটার অংশ আমার গলার কাঁটা।”

যত দ্রুত সম্ভব এই দেড় কিলোমিটার রাস্তা মেরামত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, “ঈদের দুই সপ্তাহ পর আমি আবার যশোর আসব। তখন মহাসড়কটি স্থায়ীভাবে যান চলাচলের উপযোগী করতে কী ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে আলাপ-আলোচনা হবে।”

যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া তালতলায় দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “যত ক্ষমতাশালীই হোক না কেন, সওজের জায়গা কেউ দখলে রাখতে পারবে না।”

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সারাদেশের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা এখন মোটামুটি ভালো।”

মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।