পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে শোকজ

image_91801_0যশোর ব্যুরো, যশোর: ঢাকা-খুলনা মহাসড়কের যশোর অংশের দশা দেখে দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ঈদের আগে এই মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে নাপারায় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। মোবাইল ফোনে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেন।

বুধবার দুপুরে পরিদর্শনকালে মন্ত্রী মহাসড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে কুষ্টিয়া ও সাতক্ষীরার দু’জন তরুণ প্রকৌশলীকে দায়িত্ব দেন। আগামি তিনদিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি যান চলাচলের উপযোগী করতে হবে বলে তিনি প্রকৌশলীদ্বয়কে জানিয়ে দেন।

সকাল ১১টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে যশোর আসেন। পরে তিনি সড়কপথে যশোর-খুলনা মহাসড়ক ধরে নওয়াপাড়া যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী যশোরের মানুষের সহনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, “আমার ভাগ্য ভালো যে, মানুষের তোপের মুখে পড়তে হয়নি।”

মন্ত্রী বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারের দেড় কিলোমিটার অংশ আমার গলার কাঁটা।”

যত দ্রুত সম্ভব এই দেড় কিলোমিটার রাস্তা মেরামত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, “ঈদের দুই সপ্তাহ পর আমি আবার যশোর আসব। তখন মহাসড়কটি স্থায়ীভাবে যান চলাচলের উপযোগী করতে কী ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে আলাপ-আলোচনা হবে।”

যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া তালতলায় দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “যত ক্ষমতাশালীই হোক না কেন, সওজের জায়গা কেউ দখলে রাখতে পারবে না।”

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সারাদেশের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা এখন মোটামুটি ভালো।”

মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে শোকজ

আপডেট টাইম : ০৮:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪
image_91801_0যশোর ব্যুরো, যশোর: ঢাকা-খুলনা মহাসড়কের যশোর অংশের দশা দেখে দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ঈদের আগে এই মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে নাপারায় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। মোবাইল ফোনে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেন।

বুধবার দুপুরে পরিদর্শনকালে মন্ত্রী মহাসড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে কুষ্টিয়া ও সাতক্ষীরার দু’জন তরুণ প্রকৌশলীকে দায়িত্ব দেন। আগামি তিনদিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি যান চলাচলের উপযোগী করতে হবে বলে তিনি প্রকৌশলীদ্বয়কে জানিয়ে দেন।

সকাল ১১টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে যশোর আসেন। পরে তিনি সড়কপথে যশোর-খুলনা মহাসড়ক ধরে নওয়াপাড়া যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী যশোরের মানুষের সহনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, “আমার ভাগ্য ভালো যে, মানুষের তোপের মুখে পড়তে হয়নি।”

মন্ত্রী বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারের দেড় কিলোমিটার অংশ আমার গলার কাঁটা।”

যত দ্রুত সম্ভব এই দেড় কিলোমিটার রাস্তা মেরামত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, “ঈদের দুই সপ্তাহ পর আমি আবার যশোর আসব। তখন মহাসড়কটি স্থায়ীভাবে যান চলাচলের উপযোগী করতে কী ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে আলাপ-আলোচনা হবে।”

যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া তালতলায় দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “যত ক্ষমতাশালীই হোক না কেন, সওজের জায়গা কেউ দখলে রাখতে পারবে না।”

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সারাদেশের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা এখন মোটামুটি ভালো।”

মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।