ঢাকা : শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজের ১ হাজার ৭৯৫ শিক্ষকের পদোন্নতি, গ্রেড পরিবর্তন ও চাকুরি স্থায়ী করেছে। দু’টি ভিন্ন বিভাগীয় পদোন্নতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান সভা দু’টির সভাপতিত্বে করেন।
মন্ত্রণালয় জানায়, ৫ম গ্রেডে ৮ বছর সন্তোষজনক চাকুরিকাল পূর্তিতে ৫৮৫ সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপককে ৪র্থ গ্রেড প্রদান করা হয়েছে। অপর একসভায় ৫৮৫ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাকুরি স্থায়ী করা হয়েছে।
এছাড়া, সভায় ২০২ প্রধানশিক্ষকের পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান