ঢাকা: কাপড়ের রং দিয়ে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে রাজধানীর তেজগাঁওয়ের ‘মিম আইসক্রিমের’ কারখানা সীলগালা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-২ (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক মো. আলমগীর হোসেনকে আটক ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে তেজগাঁয়ের পশ্চিম নাখালপাড়ায় ভেজাল আইসক্রিম বিরোধী অভিযানটি পরিচালিত হয়। এসময় কারখানাটিতে ১৫ হাজার পিস আইসক্রিম ধ্বংস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই গত এক বছর ধরে কারখানাটি আইসক্রিম তৈরি করতো। এছাড়াও আইসক্রিম তৈরিতে কারখানায় শিল্প-কারখানা ও কাপড়ে ব্যবহৃত বিভিন্ন ধরণের রং, সেকারিন, কৃত্রিম সুগন্ধি, এ্যারারুট ও টেপের পানি ব্যবহার হতো যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এবং র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. শরীফ হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান