পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা Logo ঢাকা-দিনাজপুর- রংপুর হাইওয়েতে মোবাইল কোর্ট অভিযানে যানবাহনে ১৪ টি মামলা Logo পাটগ্রামে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ৩০০ ফিটে ওভারস্পিডে বিভিন্ন যানবাহনে মামলা বিআরটিএ মোবাইল কোর্টের Logo ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান Logo সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা Logo চট্টগ্রাম-ঢাকা সড়কে ঈদ পরবর্তী দুর্ঘটনা ও ওভার স্পিড রুখতে বিআরটিএ’র অভিযান Logo সড়কে শৃঙ্খলা আনতে ও ওভার স্পিড নিয়ন্ত্রণে রংপুরে মোবাইল কোর্ট অভিযান

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আতঙ্ক : দুদিনেই আক্রান্ত ১৯ জন

বাংলার খবর২৪.কম:500x350_14ceee0a397bcbd4c8de547ac70301bf_88257_1 উত্তরাঞ্চলীয় সিরাজগঞ্জ জেলায় অন্তত ১৯ জন লোক অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন।
উল্লাপাড়ার থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকুমার রায় বলেন, লক্ষ্মণ দেখে এবং কিছু রুটিন পরীক্ষার পর তারা গত দুদিনে ওই এলাকার ১৯ জন লোককে অ্যানথাক্সে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান যে আক্রান্তরা ‘কিউটেনিয়াস’ বা ত্বকের অ্যানথ্রাক্স সংক্রমণের শিকার হয়েছেন।
স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস কাটাকুটি করার পর তারা সংক্রমণের শিকার হয় বলে জানা গেছে।
ডা. রায় জানান, রোগের লক্ষ্মণগুলোর মধ্যে ছিল গায়ে বা হাতে ঘা হওয়া এবং তার চারপাশে চামড়ায় কালো দাগ দেখা দেয়া। তিনি জানান, আক্রান্তরা চিকিৎসা নিয়েছেন এবং এখন যে যার নিজ বাড়িতেই আছেন। তিনি আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।
তবে এরপর ওই এলাকার সব গবাদিপশুকে পরীক্ষা করার করানোর আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসন মাইকিং করাচ্ছে। সুকুমার রায় আরো জানান, গত কয়েকদিনে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই এলাকা সফর করেছেন।
কিছুদিন আগে টাঙ্গাইল জেলাতেও ৯ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল।
অ্যানথাক্স একটি মারাত্মক রোগ – যা এক ধরণের ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে তৃণভোজী প্রাণীর মধ্যে ছড়ায়।
সেই প্রাণীর মাংস খেলে বা সংস্পর্শে এলে মানুষের দেহেও অ্যানথ্রাক্স দেখা দেয়। বাংলাদেশে ২০১০ সালে চারটি জেলায় অ্যানথ্রাক্স রোগ দেখা দিলে তাতে আড়াইশ’রও বেশি লোক আক্রান্ত হয়েছিলেন।
সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আতঙ্ক : দুদিনেই আক্রান্ত ১৯ জন

আপডেট টাইম : ০৩:৪৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম:500x350_14ceee0a397bcbd4c8de547ac70301bf_88257_1 উত্তরাঞ্চলীয় সিরাজগঞ্জ জেলায় অন্তত ১৯ জন লোক অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন।
উল্লাপাড়ার থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকুমার রায় বলেন, লক্ষ্মণ দেখে এবং কিছু রুটিন পরীক্ষার পর তারা গত দুদিনে ওই এলাকার ১৯ জন লোককে অ্যানথাক্সে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান যে আক্রান্তরা ‘কিউটেনিয়াস’ বা ত্বকের অ্যানথ্রাক্স সংক্রমণের শিকার হয়েছেন।
স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস কাটাকুটি করার পর তারা সংক্রমণের শিকার হয় বলে জানা গেছে।
ডা. রায় জানান, রোগের লক্ষ্মণগুলোর মধ্যে ছিল গায়ে বা হাতে ঘা হওয়া এবং তার চারপাশে চামড়ায় কালো দাগ দেখা দেয়া। তিনি জানান, আক্রান্তরা চিকিৎসা নিয়েছেন এবং এখন যে যার নিজ বাড়িতেই আছেন। তিনি আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।
তবে এরপর ওই এলাকার সব গবাদিপশুকে পরীক্ষা করার করানোর আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসন মাইকিং করাচ্ছে। সুকুমার রায় আরো জানান, গত কয়েকদিনে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই এলাকা সফর করেছেন।
কিছুদিন আগে টাঙ্গাইল জেলাতেও ৯ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল।
অ্যানথাক্স একটি মারাত্মক রোগ – যা এক ধরণের ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে তৃণভোজী প্রাণীর মধ্যে ছড়ায়।
সেই প্রাণীর মাংস খেলে বা সংস্পর্শে এলে মানুষের দেহেও অ্যানথ্রাক্স দেখা দেয়। বাংলাদেশে ২০১০ সালে চারটি জেলায় অ্যানথ্রাক্স রোগ দেখা দিলে তাতে আড়াইশ’রও বেশি লোক আক্রান্ত হয়েছিলেন।
সূত্র: বিবিসি