ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বকে এটি স্বীকার করতে হবে যে, আমরা (বাংলাদেশ-ভারত) শুধু পাশাপাশি নয়, একসঙ্গে আছি।
রোববার ঢাকা সফরের দ্বিতীয় দিনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিআইসিসি(সাবেক চীন মৈত্রী) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোদী তার বক্তব্যে বলেন, চীন সফরের সময়ে আমাকে জানানো হয়েছিল, ভারতের পাশে এমন একটি রাষ্ট্র রয়েছে, যা পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয়। আমি মন থেকে বলছি, আমি এত আনন্দ পেয়েছিলাম, যাতে আমি গর্বিত হয়েছি। তখন আমি গর্বিত হই, যে দেশের জন্য স্বাধীনতার সময়ে আমাদের সৈন্যরা রক্ত দিয়ে এ দেশের জমিকে সিঞ্চিত করেছে।
উদীয়মান একটি দেশে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে চলছে। বাংলাদেশের আধ ঘণ্টা পরে পরে ভারতে সূর্যের আলো পৌঁছায়। আমি বিশ্বাস করি, এ দেশের যেখানে যত উন্নয়ন হবে, তার প্রভাব আমাদের দেশেও পৌঁছাবে উল্লেখ করেন মোদী।
ভারতের এ প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কাছ ভারতের রাজ্যগুলোর অনেক কিছু শেখার আছে। বিশেষ করে মেট্ররেল, স্বাস্থ্য খাতের অগ্রগতি, মানুষের পুষ্টি, মেয়েদের শিক্ষার ব্যাপারে বাংলাদেশের অগ্রগতি বিষয়ে শিখতে পারে।
মোদী বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি কোন ছোট বিষয় নয়।