পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারত গণতন্ত্র ও উন্নয়নের সঙ্গে আছে : ভারতীয় পররাষ্ট্র সচিব

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নের সঙ্গে আছে ভারত। তবে, মৌলবাদের সঙ্গে নেই।

ঢাকায় রোববার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।

তিনি বলেন, জ্বালানী নিয়ে বাংলাদেশ-ভারত যৌথভাবে সচিব পর্যায়ে ওয়ার্কিং গ্রুপের একটি ডায়লগ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বাংলাবান্ধার ওপারে একটি ভারতীয় ইমিগ্রেশন সেন্টার স্থাপন করা হবে। ভারতীয় বিনিয়োগকারিদের জন্য বাংলাদেশের ভেরামারা ও মংলায় দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে।

এসময় তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে খুলনা-কলকাতা দ্বিতীয় মৈত্রি এক্সপ্রেস চালু করার যে দাবি করা হয়েছে, যার সমীক্ষা চলছে বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নতুন দিগন্ত উন্মোচন করেছে। যা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করবে।

ভারতীয় এই পররাষ্ট্র সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন রোববারে বাংলাদেশের বিরোধী দলের নেতাসহ বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে বিভিন্ন ব্যবসায়ী নেতার সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা দিয়ে বাংলাদেশ আমাদের গর্বিত করেছে। এতে আমাদের সম্পর্ক আরও দূঢ় হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ ও দেশটির সরকারের মুখপাত্র বিকাশ স্বরূপ, ফার্স্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত গণতন্ত্র ও উন্নয়নের সঙ্গে আছে : ভারতীয় পররাষ্ট্র সচিব

আপডেট টাইম : ০৩:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নের সঙ্গে আছে ভারত। তবে, মৌলবাদের সঙ্গে নেই।

ঢাকায় রোববার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।

তিনি বলেন, জ্বালানী নিয়ে বাংলাদেশ-ভারত যৌথভাবে সচিব পর্যায়ে ওয়ার্কিং গ্রুপের একটি ডায়লগ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বাংলাবান্ধার ওপারে একটি ভারতীয় ইমিগ্রেশন সেন্টার স্থাপন করা হবে। ভারতীয় বিনিয়োগকারিদের জন্য বাংলাদেশের ভেরামারা ও মংলায় দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে।

এসময় তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে খুলনা-কলকাতা দ্বিতীয় মৈত্রি এক্সপ্রেস চালু করার যে দাবি করা হয়েছে, যার সমীক্ষা চলছে বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নতুন দিগন্ত উন্মোচন করেছে। যা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করবে।

ভারতীয় এই পররাষ্ট্র সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন রোববারে বাংলাদেশের বিরোধী দলের নেতাসহ বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে বিভিন্ন ব্যবসায়ী নেতার সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা দিয়ে বাংলাদেশ আমাদের গর্বিত করেছে। এতে আমাদের সম্পর্ক আরও দূঢ় হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ ও দেশটির সরকারের মুখপাত্র বিকাশ স্বরূপ, ফার্স্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।