লক্ষ্মীপুর:রামগতির চর লম্বাখালিতে সশস্র লাঠিয়াল বাহিনীর হামলায় বাতানদের হামলায় ৫ জন আহত হয়েছেন। এ সময় লাঠিয়ালরা চরের ২০টি বাতানঘর ভেঙ্গে তছনছ সহ মেঘনা নদীতে ৮ শ মহিষ ভাসিয়ে দিয়েছে। এতে বাচ্চাসহ ৭ টি মহিষের মৃত্যু এবং ২০ টি মহিষ নিখোঁজ রয়েছে। দাবীকৃত চাঁদা না দেওয়ায় চর লম্বাখালীতে কাশেম মাঝি নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের লাঠিয়াল বাহিনী ও জলদস্যুরা এ হামলা চালায়। রবিবার সকালে এ বিষয়ে বাতান দলের প্রধান মীর নুরনবী বাদী হয়ে লক্ষীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, রামগতির বিছিন্ন চর লম্বাখালীতে নুরনবী, সিরাজ, মোফাজ্জল, কাশেম,জয়নাল হাওলাদার ও মনির মুন্সীসহ প্রায় ১৫ থেকে ১৬ বাতান মালিকের কাছে লাঠিয়াল বাহিনীর প্রধান কাশেম মাঝি,নাসির, জয়নাল,দ্বীন মোহম্মদ, করিম পলোয়ান সহ প্রায় ৫০ থেকে ৬০ জন দীর্ঘদিন ধরে ১০লক্ষাধিক টাকা চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার ও বিলম্ভ করায় ঘটনার দিন অতর্কিত হামলা চালিয়ে লোকজনকে আহত করে।