ঢাকা: সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেল সাড়ে চারটায়। মোদী-খালেদার মধ্যে ১৫ মিটির একান্ত বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
দু’দেশের দুই গুরুত্বপূর্ণ নেতার মধ্যে প্রকৃতপক্ষে কোনো কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে তা এখনো গণমাধ্যমের কাছে স্পষ্ট করা হয়নি। তবে ১৫ মিনিট একান্ত বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের পরপরই উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়া।
মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ওই সময় তিনি বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সময় নরেন্দ্র মোদী ও খালেদা জিয়ার সঙ্গে একান্তে অনুষ্ঠিত বৈঠকটি যে ইতিবাচক হয়েছে তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বৈঠকে ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের সংকট নিয়ে আলোচনা গুরুত্ব পায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান