চাঁদপুর: চাঁদপুরে হারুনুর রশিদ (৫০) নামে এক নৌ পুলিশের কনস্টেবল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লগিমারা চরে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হারুনুর রশিদের বাড়ি বরিশাল জেলায়। তিনি গত ৩মাস আগে চাঁদপুর নৌ পুলিশে যোগদান করেন।
পুলিশ জানায়, দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে নৌ পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দিচ্ছিলেন।
এ সময় কনস্টেবল হারুনুর রশিদ প্রকৃতির ডাকে সাড়া দিতে স্পিডবোটে করে লগিমারা চরে যান। দীর্ষ সময় পরও তিনি ফিরে না আসায় পুলিশের অন্য সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে টহল পুলিশ ফাঁড়িতে ফিরে আসে।
পরে আবার নৌ পুলিশের এএসপি নুরুজ্জামানসহ পুলিশের অপর একটি টিম তাকে খুঁজতে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে নগ্ন অবস্থায় তার মৃতদেহ ওই চরে পাওয়া যায়।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কে বা করা তাকে হত্যা করে ফেলে চলে গেছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান