পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

যশোরে রিকশা চালকরা গুঁড়িয়ে দিল শতাধিক অটোরিকশা

যশোর: যশোরের ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে শতাধিক অটোরিকশা ভাঙচুর করেছে রিকশা চালকরা। এ সময় ছয় জন অটোরিকশা চালক আহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে যশোর শহরের অন্তত আটটি পয়েন্টে ভাঙচুরের এসব ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরে অতর্কিতে ৫০/৬০টি অটোরিকশায় ভাঙচুর চালায় ব্যাটারিচালিত রিকশা চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

আহতরা হলেন; শহরের টালিখোলা এলাকার আল-আমীন (২২), ঝিনাইদহের বারো বাজার এলাকার লিটন (৩২), ফারুক (৪৪), আমজাদ (৩৪), শাহাদাৎ (৪২) ও রমজান (৪২)। তাদের মধ্যে আল-আমীন ও লিটন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শতাধিক অটোরিকশা ভাঙচুরের বিষয়টি দাবি করেছে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকরা। তবে, প্রাথমিকভাবে ৫০/৬০টি অটোরিকশায় ভাঙচুর চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৯ মে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় শহরে ব্যাটারি চালিত রিকশা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার (০৪ জুন) থেকে শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হয়নি। নিষেধাজ্ঞা অমান্য করায় গত কয়েকদিনে প্রায় ২০টি রিকশার মোটর খুলে নেয় ট্রাফিক পুলিশ। এদিকে, শহরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বরাবরের মতো অব্যহত থাকে। এতে ব্যাটারি চালিত রিকশা চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে ব্যাটারি চালিত রিকশা পুনরায় চালানোর দাবিতে রোববার (০৭ জুন) দুপুর ১২টার দিকে চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। জেলা প্রশাসনের মিটিং ব্যাতিত তাদের দাবি এ মুহূর্তে মানা সম্ভব নয় জানালে ব্যাটারি চালিত রিকশার চালকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে শহরে অটোরিকশায় ভাঙচুর শুরু করে। তারা শহরের দড়াটানা, মুজিব সড়ক, চিত্রা মোড়, আরএন রোড, মণিহার মোড়সহ শহরের ৭/৮টি পয়েন্টে শতাধিক অটোরিকশায় ভাঙচুর চালায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

যশোরে রিকশা চালকরা গুঁড়িয়ে দিল শতাধিক অটোরিকশা

আপডেট টাইম : ০২:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫

যশোর: যশোরের ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে শতাধিক অটোরিকশা ভাঙচুর করেছে রিকশা চালকরা। এ সময় ছয় জন অটোরিকশা চালক আহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে যশোর শহরের অন্তত আটটি পয়েন্টে ভাঙচুরের এসব ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরে অতর্কিতে ৫০/৬০টি অটোরিকশায় ভাঙচুর চালায় ব্যাটারিচালিত রিকশা চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

আহতরা হলেন; শহরের টালিখোলা এলাকার আল-আমীন (২২), ঝিনাইদহের বারো বাজার এলাকার লিটন (৩২), ফারুক (৪৪), আমজাদ (৩৪), শাহাদাৎ (৪২) ও রমজান (৪২)। তাদের মধ্যে আল-আমীন ও লিটন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শতাধিক অটোরিকশা ভাঙচুরের বিষয়টি দাবি করেছে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকরা। তবে, প্রাথমিকভাবে ৫০/৬০টি অটোরিকশায় ভাঙচুর চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৯ মে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় শহরে ব্যাটারি চালিত রিকশা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার (০৪ জুন) থেকে শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হয়নি। নিষেধাজ্ঞা অমান্য করায় গত কয়েকদিনে প্রায় ২০টি রিকশার মোটর খুলে নেয় ট্রাফিক পুলিশ। এদিকে, শহরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বরাবরের মতো অব্যহত থাকে। এতে ব্যাটারি চালিত রিকশা চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে ব্যাটারি চালিত রিকশা পুনরায় চালানোর দাবিতে রোববার (০৭ জুন) দুপুর ১২টার দিকে চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। জেলা প্রশাসনের মিটিং ব্যাতিত তাদের দাবি এ মুহূর্তে মানা সম্ভব নয় জানালে ব্যাটারি চালিত রিকশার চালকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে শহরে অটোরিকশায় ভাঙচুর শুরু করে। তারা শহরের দড়াটানা, মুজিব সড়ক, চিত্রা মোড়, আরএন রোড, মণিহার মোড়সহ শহরের ৭/৮টি পয়েন্টে শতাধিক অটোরিকশায় ভাঙচুর চালায়।