পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘একাত্তরে গ্রাম থেকে ছুটে এসেছিলাম সত্যাগ্রহে’

ঢাকা: একাত্তরে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে ‘সত্যাগ্রহে’ অংশ নিতে গুজরাটের নিজ গ্রাম থেকে দিল্লিতে ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদী।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে দেওয়া ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’র ক্রেস্ট গ্রহণের পর প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন তিনি।

রোববার বঙ্গভবনে মোদীর হাতে এই ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বাজপেয়িকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হলেও অসুস্থতার কারণে তিনি আসতে না পারায় বাজপেয়ির পক্ষে নরেন্দ্র মোদী এই ক্রেস্ট গ্রহণ করেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি অটল বিহারি বাজপেয়ি মুক্তিযুদ্ধের প্রথম থেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নেন। ওই সময় ভারতীয় জনসংঘের সভাপতি এবং লোকসভার সদস্য হিসেবে তিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং মুজিবনগর সরকারকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন ভারত সরকারের কাছে দাবি জানান। তাঁর নেতৃত্বে ভারতীয় জনসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সত্যাগ্রহ আন্দোলন ও প্রতিবাদ র‌্যালির আয়োজন করে। জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘একাত্তরে গ্রাম থেকে ছুটে এসেছিলাম সত্যাগ্রহে’

আপডেট টাইম : ০২:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫

ঢাকা: একাত্তরে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে ‘সত্যাগ্রহে’ অংশ নিতে গুজরাটের নিজ গ্রাম থেকে দিল্লিতে ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদী।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে দেওয়া ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’র ক্রেস্ট গ্রহণের পর প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন তিনি।

রোববার বঙ্গভবনে মোদীর হাতে এই ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বাজপেয়িকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হলেও অসুস্থতার কারণে তিনি আসতে না পারায় বাজপেয়ির পক্ষে নরেন্দ্র মোদী এই ক্রেস্ট গ্রহণ করেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি অটল বিহারি বাজপেয়ি মুক্তিযুদ্ধের প্রথম থেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নেন। ওই সময় ভারতীয় জনসংঘের সভাপতি এবং লোকসভার সদস্য হিসেবে তিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং মুজিবনগর সরকারকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন ভারত সরকারের কাছে দাবি জানান। তাঁর নেতৃত্বে ভারতীয় জনসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সত্যাগ্রহ আন্দোলন ও প্রতিবাদ র‌্যালির আয়োজন করে। জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি।