যশোর : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের মোটর পার্টসের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিকেল ৫টায় শুল্ক ফাঁকির অভিযোগ এনে চালানটি আটক করা হয় বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে। যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে আটক মালামাল বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
গত ৪ জুন অভিযান চালিয়ে ওই চালান পণ্যের দুটি ট্রাক বেনাপোল সড়ক থেকে আটক করা হয়।
এদিকে, আটক চালানটি বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অর্নব এন্টারপ্রাইজ নিজেদের বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির মালিক বাবু বলেন, ওই পণ্য বৈধভাবে আমদানির পর রাজস্ব পরিশোধ করে খালাস করা হয়।
বিষয়টি বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও কাস্টমসকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।