বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় পল্লী বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় দুই বিদ্যুৎ কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে এক গ্রাহক। আহত বিদ্যুৎ কর্মীদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনাতলা থানায় মামলা দায়ের হয়েছে।
রোববার দুপুরে এই মারধরের ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা এলাকার মৃত গোলাম রব্বানী গোল্লার ছেলে ফুয়েল মিয়া ২০১৩ সালের আগষ্ট থেকে বিদ্যুৎ বিল বাঁকি পরিশোধ করেনি। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত একটি আবাসিক মিটারে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ২৮ হাজার ৯৩ টাকা। রোববার দুপুর ১২ টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির সোনাতলা আঞ্চলিক অফিসের রিডার মো. হাফিজুল ইসলাম ও ম্যাসেঞ্জার মো. জাহাঙ্গীর আলম ওই বাড়িতে বিদ্যুৎ বিল চাইতে গেলে ফুয়েল মিয়া ও তার পরিবারের বিল না দিয়ে বিদ্যুৎকর্মীদের অকথ্যভাষায় গালিগালাজ করে। পরে ওই কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির সোনাতলা আঞ্চলিক অফিসের এজিএম আব্দুর রাজ্জাক বলেন, কর্মীদেরকে মারপিটের কারনে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
সোনাতলা থানার ওসি সেলিম হোসেন জানান, বিদ্যুৎ কর্মীদেরকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান