ঢাকা : বাংলাদেশ-ভারতের মধ্যে মোট ১৯টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার দুই দেশের মধ্যে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে।
এর মধ্যে রয়েছে, কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন সংস্কার, ভরতের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার, ভারতের জন্য দুটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। ফেনী নদীর ওপর সেতু নির্মাণ ও বাংলাদেশে দুটি ভারতীয় মিশন প্রতিষ্ঠা।
দুই দেশের মধ্যে হওয়া এসব চুক্তি ও সমঝোতা স্মারকগুলো প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।