বাংলার খবর২৪.কম: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার করেছে র্যাব।
বুধবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী বোর্ডবাজার থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব-১। এসময় এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকেও আটক করা হয়।
র্যাব জানায় মেডিকেল কলেজ হাসপাতালের আয়া পারভীনের কাছ থেকে রহিমা নামের এক নারী ৪০ হাজার টাকা দিয়ে শিশুটিকে কেনেন।
র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এসময় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে প্রসবব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বেডে ভর্তি হন রত্না। এর দুই ঘণ্টা পর যমজ সন্তানের (ছেলে) মা হন তিনি।
গত বুধবার ভোরে ভদ্রবেশী অচেনা এক নারী ওই ওয়ার্ডে এসে রত্নার সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে ঘনিষ্ঠ হয়। এসময় ওই নারী রত্না ও তার পরিবারের লোকজনকে বলেন, ‘হাসপাতালের এসি কেবিনে তার ভাবিরও যমজ তিন শিশু হয়েছে।’ এই বলে ওই নারী রাতে রত্না ও তার পরিবারের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ হয়। রত্নাকে সেবা যত্ন করতে থাকে। দুই শিশুকে কোলে নিয়ে আদর করে। এক শিশুকে কোলে নিয়ে ওই নারী মধু খাওয়ায়। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই নবজাতক জমজের একটিকে নিয়ে পালিয়ে যায়।
শিরোনাম :
ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪
- ১৬৩৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ