ডেস্ক: ভারতের শিলংয়ের একটি হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দেশটির আদালত।
শুক্রবার বিকেলে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
জামিনের ক্ষেত্রে দুটি শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইস্ট খাসিহিল জেলা ত্যাগ করবেন না, আর প্রতি সপ্তাহে স্থানীয় এসপির কাছে হাজিরা দিতে হবে।
বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ১০ই মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় সালাহউদ্দিন আহমেদকে। এরপর ১১ই মে ভারতের শিলংয়ের গলফ লিংক এলাকায় হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে দেয় অপহরণকারীরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান