ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ এবং পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন- যে ৮৬, ৬৫৭ কোটি টাকার ঘাটতি বাজেটে ৪১ হাজার কোটি টাকার নতুন কর আরোপের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে তা কোথা থেকে আসবে? যার প্রভাব পড়বে ১০ লাখ ট্যাক্স পেয়ারের উপর।
ট্যাক্স পেয়াররা হবেন অর্থনৈতিক শোষণ ও বঞ্চনার শিকার।
অনির্বাচিত সরকার বাজেটে কালো টাকা সাদা করার মতো অন্যায়কে বৈধতা দিয়েছে কাদের স্বর্র্থে? দেশে নেই নতুন বিনিয়োগ, অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় অনির্বাচিত সরকারের এই বাজেট জনগণের উপর ৪১ হাজার কোটি টাকার নতুন কর আরোপের বাজেট ছাড়া আর কিছুই না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান