বাংলার খবর২৪.কম: শিরোনাম দেখেই ভিড়মি খাওয়ার জোগার হবেন না। এটা রাজধানী সবই সম্ভবের শহর! বর্ষাকালে এমন অভিজ্ঞতা অনেক লোকেরই আছে।
বুধবারের টানা বর্ষণে রাজধানীর রাস্তায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যে হেঁটে চলার তো দূরের কথা রিকশা বা ইঞ্জিনের যানবাহনও চলতে খুব সাবধানে। মগবাজার-মৌচাক রুটে তো একেবারে অচলাবস্থা। একপাশের রাস্তা দিয়ে আপ-ডাউন চলছে। অন্যপাশে খাদের পড়ার ভয়ে কেউ যাচ্ছেই না।
আর এ সুযোগকেই কাজে লাগাচ্ছে রিকশা চালকরা। ইচ্ছে করেই বেঁকে বসছেন তারা। আর অফিসগামী মানুষেরা পড়েছেন মহাবিপদে। অস্বাভাবিক ভাড়া হেঁকে বসছেন তারা।
রাজধানীর শান্তিনগর মোড় এমনি একটি স্থান। যেখানে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
শরিফুল ইসলাম পাশেল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সকালে আকাশের অবস্থা ভালো দেখে স্যুট টাই পরেই বের হয়েছেন। কিন্তু রাস্তায় বেরুতেই ঝুম বৃষ্টি, তারপর রাস্তায় হাঁটু পানি।
রাস্তার এ প্রান্ত থেকে আইল্যান্ড পর্যন্ত জমে থাকা পানি পার হতে পারলেই তিনি দুর্ভোগমুক্ত। আর এ পথটির দূরুত্ব মাত্র দশ থেকে বারো হাত। এটুকু পার হতে রিকশাচালক মনির উদ্দিনকে ডাক দেন। মনির ভাবগতিক বুঝে জেঁকে বসেন! ভাড়া লাগবে ১০ টাকা!
ক্ষিপ্ত হয়ে শরিফুল ইসলাম বলেন, ‘মাত্র দশ হাত রাস্তায় দশ টাকা!’
মনিরও বুক চিতিয়ে বললেন, ‘দুপুর থেকে এখন পর্যন্ত আপনার মতো এমন ১০ জনরে পার করছি। হলে আসেন নইলে পানিতে নামেন!’
শরিফুল এখন কী করবেন! বাধ্য হয়ে রিকসা নামক খেয়ায় উঠে বসলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান