ডেস্ক: দুই গর্ভবতী নারীসহ ইংল্যান্ডের একটি বন্দরে কন্টেইনারবন্দী ৬৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
পূর্ব ইংল্যান্ডের এসেক্সে বৃহস্পতিবার রাতে এদের উদ্ধার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীরা বিভিন্ন দেশের নাগরিক। তবে ধারণা করা হচ্ছে, কন্টেইনারটি হল্যান্ড থেকে এসেছে।
অপর ৬১ অভিবাসীকে ইউকে বর্ডার এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে।