রাজশাহী : রাজশাহীর বাগমারার কনোপাড়া এলাকার শবসার দীঘিতে বিষ প্রয়োগে অন্তত ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন মাছচাষি গোলাম মোস্তফা।
এর আগে বৃহস্পতিবার রাতের কোন এক সময় দীঘিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে শুক্রবার ভোর থেকেই মরা মাছ ভেসে উঠতে শুরু করে। এরপর কনোপাড়াসহ আশপাশের গ্রামের কয়েকশ’ লোক দীঘিতে নেমে মরা মাছগুলো কুড়িয়ে নিয়ে যান।
মাছচাষি গোলাম মোস্তফা জানান, ১৩ জন মাছচাষি ওই দীঘির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে ২০০৫ সাল থেকে মাছ চাষ করা আসছে। কিন্তু এলাকার একটি পক্ষ দিঘীর মাছ চাষের ভাগ চেয়ে তা না পেয়ে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। এর আগেও তারা একাধিক বার জোরপূর্বক এবং চুরি করে মাছ মেরেছে। এ নিয়ে ওই পক্ষের সঙ্গে সংঘর্ষও হয়েছে। সর্বশেষ রাতে দীঘিতে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লাখ টাকার মাছ মেরেছে।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিহার রহমান বলেন, এি ঘটনায় ৩১ জনকে আসামি করে মাছচাষি গোলাম মোস্তফা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় অন্তত ৩৫ থেকে ৪০ লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে দাবি করেছেন ওই মাছ চাষি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান