সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুলে মাইক্রোবাস চাঁপায় ২ নারী সহ ৪জন ভুটভুটি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ যাত্রী।
নিহতরা হলো স্থানীয় বড়গোছা গ্রামের নবা ফকিরের স্ত্রী চায়না ও একই গ্রামের রজব আলী, কামারখন্দ উপজেলার সৈয়দগাতী গ্রামের শেখ নাসিরের স্ত্রী রেহানা খাতুন ও একই উপজেলার বড়ধুল গ্রামের আব্দুল হামিদ(৬০)।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-বনপাড়া মহাসড়কের বাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি যাত্রীদের চাঁপা দিলে ঘটনাস্থলেই ২যাত্রী মারা যায়। এছাড়াও আরও ৫যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে স্থানীয় সলঙ্গা থানার বড়গাছা গ্রামের রজব আলী, তার ছেলে নাজমূল ও হামিদসহ অজ্ঞাত এক বৃদ্ধকে সিরাজগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নেয়ার পথে রজব আলী ও হামিদ মারা যায়।
অজ্ঞাত বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেলা সাড়ে ১০ টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তবে নাজমলের অবস্থা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
পুলিশ দুর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি জব্দ করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান