সিলেট : পুলিশের আড়াই ঘণ্টার অভিযানে বন্ধ হলো সিলেটের আলোচিত সন্ধ্যাবাজারের পতিতালয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়।
তবে পূর্ব থেকে অভিযানের বিষয়টি আচ করতে পেরে সেখান থেকে সটকে পড়ে এর সাথে জড়িতরা। যে কারণে পুলিশের অভিযানটি ব্যর্থ হয়ে যায়। তবে পুলিশ রাজু নামে একজনকে আটক করেছে। পুলিশের ধারণা রাজু এ ব্যবসার সাথে জড়িত।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর মার্কেটের ভেতর থেকে ৪/৫ জন মেয়েকে বাইরে আসতে দেখে অবাকই হয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। অনেকে আবার মন্তব্য করেছেন পুলিশ কি অভিযান চালালো এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারলো না।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ সন্ধ্যাবাজার মার্কেটের ছাদের উপর ব্যাচেলর মেসের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। এ নিয়ে পার্শ্ববর্তী মার্কেটের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা ক্ষুব্দ ছিলেন। বার বার প্রশাসনকে অভিযোগ করেও কোনো অভিযান পরিচালিত হয়নি।
অবশেষে বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান চালায়। তবে অভিযানের খবরটি পূর্ব থেকে পেয়ে যাওয়ায় সেখান থেকে অসামাজিকতার সাথে জড়িতরা সটকে পড়ে।
অভিযোগ রয়েছে, সন্ধ্যাবাজারের ছাদের উপরের ঐ ব্যাচেলর নামক রুমে দিন-রাত অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আসা-যাওয়া করতো অনেক মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর বেড়ে যেত মানুষের আনা-গোনা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মেয়েদের নিয়ে আসা হতো। সপ্তাহখানেক অবস্থান করার পর আবার তাদের ফিরিয়ে দেওয়া হতো। অনেকে আবার প্রতিদিন এসে এখানে অবস্থান করে নির্ধারিত সময়ের পরে চলে যেতো। এতে মার্কেটের ব্যবসায়ীরা ছিল ক্ষুব্দ।
এদিকে বৃহস্পতিবার পুলিশের ব্যর্থ অভিযানের পর সন্ধ্যাবাজারের পার্শ¦বর্তী মার্কেট পৌরবিপণীর সভাপতি কাসেমীকে পুলিশ সন্ধ্যাবাজারের ছাদের উপরে চলে আসা এমন কার্যকলাপে বাধা কিংবা পুলিশে অভিযোগ কেন করেননি জানতে চাইলে তিনি জানান, এটা আমাদের আয়ত্বের বাইরে চলে গিয়েছিলো। কারণ হিসেবে তিনি জানান, পুলিশ প্রশাসনকে অনেকবার বলেও কোনো লাভ হয়নি। তাই আমরা প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছি।
এসময় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ডেকে এনে অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ ধমক দিয়ে বলেন, আপনার এড়িয়ায় এমন কর্মকা- চলছে আর আপনি কী করতেছেন?
এদিকে স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মেসের পিছনের রাস্তা দিয়ে সবাই সটকে পড়ে। পরে মেসের সবগুলো রুম তল্লাসি চালানো হয়। এসময় মোবাইল ও রুমের চাবিসহ অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত অনেক কিছু উদ্ধার করে পুলিশ। পরে মেসের পেছনের ও সামনের গেইটে তালা লাগিয়ে দেয় পুলিশ।
কাতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যাবাজার মার্কেটের উপরের ব্যাচেলর মেসে অসামাজিক কার্যকলাপ চলছে এমন তথ্যের ভিত্তিতে দুপুরে পুলিশ অভিযান চালায়। এসময় রাজু নামের একজনেক আটক করা হয়েছে।
এছাড়াও তিনি জানান, নগরীর যেসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে, সে সব হোটেলে রমজানের আগেই অভিযান চালানো হবে।