পঞ্চগড় : প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জাল স্বাক্ষরিত সিলে দুটি ভুয়া চিঠির মাধ্যমে প্রতারণার অভিযোগে ওমর ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পঞ্চগড় জেলা সদর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বাড়ি জেলা শহরের ইসলামবাগ এলাকায় বলে জানা গেছে। তার বাবার নাম মৃত সফিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন পঞ্চগড়ের ব্যবস্থাপক পরিচয় দিয়ে ওমর ফারুক জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সঙ্গে অফিসে দেখা করেন।
এ সময় পঞ্চগড়ের জলবায়ু বিষয়ে জরিপ কাজ পরিচালনার জন্য অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জরিপ কাজের অনুমোদন সংক্রান্ত দুটি চিঠি জেলা প্রশাসকের কাছে জমা দেন।
জেলা প্রশাসক চিঠি দুটি সঠিক কিনা তা জানার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের কোনো চিঠি প্রেরণ করেননি মর্মে জেলা প্রশাসককে জানান। এরপর তিনি ওই ব্যক্তিকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক চিঠি দুটি ভুয়া বলে স্বীকার করেছেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান