ডেস্ক : ঘানার রাজধানীর একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট জন মাহামা বৃহস্পতিবার নিহতের কথা বলেছেন। গত বুধবার রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটিতে টানা দুই দিনব্যাপী ভারি বৃষ্টিতে বিদ্যুৎবিচ্ছিন্ন ও ঘরছাড়া বিপর্যস্ত প্রায় ৯৬ জন মানুষ ওই পাম্পে আশ্রয় নিয়েছিলেন। এসময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে আশ্রয় নেওয়া সকলেই নিহত হন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারি বর্ষণে সৃষ্ট বন্যার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট ভস্মীভূত হয়ে যাওয়া পেট্রোল পাম্পটি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের এবং বানভাসী মানুষদের ব্যাপারে কর্তৃপক্ষ সর্বাত্মক নজর রাখছে বলে জানান প্রেনিডেন্ট মাহামা। আগামী কয়েক দিনেও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে ঘানার আবহাওয়া অধিদফতর জানিয়েছে।