ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শনিবার ঢাকা সফরে আসছেন। প্রথম নিজের বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ টুইটারের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি নিজেই। গতকাল বৃহস্পতিবার মোদি তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জাতীয় সংসদের ছবি নিয়ে সফরসূচির কথা জানান। সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণ লাভবান হবে বলেও টুইটার ও ফেসবুকের স্ট্যাটাসে মন্তব্য করেন মোদি।
নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে দুই দিনের সফর শুরু করতে যাচ্ছি শনিবার। ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকা একটি দেশের সফরে যাওয়া প্রবল উৎসাহ ও অত্যন্ত আনন্দের। বাংলাদেশে আমি বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেব। এর মধ্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে ভূমিকা রাখা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। সেখানে শীর্ষ বৈঠক ছাড়া ও বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে। ভারতীয় অনুদানের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেল সংযোগ, সংস্কৃতি ও সড়ক যোগাযোগ বিষয়েও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবো। একই ভাবে ঢাকায় ভারতের নতুন চ্যান্সরি ভবনেও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।
মোদি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধে যাবো। আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শনের। সেখানে ভারতের বন্ধু ও দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের স্তম্ভ শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো। ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা অটল বিহারি বাজপেয়ীর পক্ষে মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণ আমার জন্য সম্মানের।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ আগে ভারতের পার্লামেন্ট সর্বসম্মতভাবে ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি ও ২০১১ সালের প্রটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিল পাস করেছে। আমি সকল রাজনৈতিক দলের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীরা যেভাবে এই বিলের পথকে মসৃণ করেছেন তাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া জনগণের যোগাযোগ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে আমি কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটের বাস চলাচল উদ্বোধন করবো। আমি ঢাকায় রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবো।
মোদি বলেন, আমি নিশ্চিত এই সফরের মাধ্যমে দুই দেশের জনগণ লাভবান হবে এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশি রাষ্ট্রগুলোর বৃহৎ উন্নয়নে সহায়ক হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান