ফারুক আহম্মেদ সুজন: নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যাকান্ডের ঘটনায় র্যাবের আরো ৫ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
তারা হলেন- এমদাদুল হক, আরিফ হোসেন, হিরা মিয়া, বিল্লাল হোসেন ও আবু তৈয়্যব। তারা সবাই র্যাব-১১ এর সদস্য।
বুধবার সকাল ৯টার দিকে তাদের গ্রেফতারের পর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলাতেই ৫ জনকে গ্রেফতার করে তদন্ত তদারক সংস্থা ডিবি। পরে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ কাজ করতে বাধ্য হয়েছেন তারা।
ইতোমধ্যে র্যাব-১১ এর সাবেক তিনজন কমকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান