নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগে আজ বৃহস্পতিবার থেকে ৩৭ দিনের ছুটি শুরু হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরসহ সুপ্রিমকোর্টের এই অবকাশকালীন ছুটি থাকবে আগামী ২৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্য ন্ত।
এ সময়ের মধ্যে সুপ্রিমকোর্টের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন অবকাশের সময় জরুরি বিষয়ে শুনানির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগেই (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) একাধিক অবকাশকালীন বেঞ্চ নির্ধারণ করে দেবেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।
কোর্টের ক্যালেণ্ডার অনুযায়ী, আগামী ২৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যরন্ত এই অবকাশকালীন ছুটি থাকবে।
অবকাশ শেষে আগামী ৩১ আগস্ট থেকে যথারীতি কোর্টের বিচারিক কার্যজক্রম শুরু হবে। এরপর আবার সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে আবার অবকাশ শুরু হবে।