ঢাকা : প্রস্তাবিত বাজেটের কিছু দিককে ইতিবাচক ধরে স্বাগত জানিয়েছে ডিসিসিআই। এর বাইরে বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণ, এডিবির বাস্তবায়নের হার, বিদ্যুত আমদানি, নতুন বিদ্যুৎ সংযোগ না দেয়া, পোশাক খাতের উৎস কর, পোল্ট্রি শিল্পে নতুন কর, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কর বসানোর বিষয়ে নিয়ে কঠোর সমালোচনা করেছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই)।
বৃহস্পতিবার বাজেটের ওপর এক প্রতিক্রিয়ায় ডিসিসিআই এ সমালোচনা করে। জাতীয় সংসদে বাজেট পেশের পর সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভা করে ডিসিসিআইর পরিচালক, প্রাক্তন সভাপতি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। এর সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।
সভায় বাজেটের খাত ভিত্তিক আলোচনা করে সংগঠনটি। এসময় ব্যবসায়ী নেতারা মনে করেন, সরকার ব্যাংকিং খাত থেকে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা ঋণ নেবে। এতে বেসরকারী খাতে ঋণ প্রবাহ কমে যাবে, যা উদ্বেগজনক বলে মনে করে ডিসিসিআই।
এ বাজেটে কৃষি খাতের বরাদ্দের পরিমানকে আশাব্যঞ্জক মনে করে ঢাকা চেম্বার। তবে পোল্ট্রি খাতে স্থানীয় ক্রয়ের উপর করের হার কমিয়ে আনলে কৃষি ভিত্তিক শিল্প বিকাশে সহায়ক হবে।
সরকার ২০৩০ সালের মধ্যে ৬ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। তবে এ ক্ষেত্রে ঢাকা চেম্বার মনে করে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ৩০তম বৃহত্তর অর্থনীতির দেশে পরিনত করতে হলে, বিদ্যুৎ আমদানির পরিবর্তে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
সরকার ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু নির্মান কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করার বিষয়টি স্বাগত জানায় ডিসিসিআই, পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মানের কাজ কে আরো বেগবান করার উপর জোরারোপ করছে।
বর্তমানে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির ফলে মৌলিক চাহিদা মেটানোর ব্যয় বৃদ্ধি সহ অন্যান্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতার কর মুক্ত আয়ের সীমা সর্বোচ্চ ২লাখ ২০ হাজার টাকা হতে বাড়িয়ে ২লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাবকেও অভিনন্দন জানাচ্ছে। ডিসিসিআই মনে করে এই টাকা ২লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার করা হলে করদাতার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রাজস্ব আয় বাড়বে। এছাড়াও করপোরেট করহার পুনর্বিন্যাসের প্রস্তাবকেও অভিনন্দন জানাচ্ছে। তবে সিগারেট শিল্পের উপর ৪৫ শতাংশ হারে একক কর ধার্য করার সিদ্ধান্তকে সাধুবাদ দিচ্ছে।
সংগঠনটি দাবি করেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার ৪২.৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করার প্রস্তাব কে সাধুবাদ জানিয়েছে। একই সাথে পাবলিকলি ট্রেড কোম্পানীর করের হার ২৭.৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। বন্ড মার্কেটের উন্নয়নে ট্রেজারি বন্ড ও ট্রেজারি বিলের সুদের উপর ৫ শতাংশ উৎসে কর কর্তনের বিধান প্রত্যাহরের সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। এছাড়া উৎপাদান খাতের নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক টার্নওভারের উপর প্রথম ৩বছর ০.৩০% এর পরিবর্তে ০.১০% করায় সাধুবাদ জানায় ডিসিসিআই।
অটোমোবাইল খাতের বিকাশের জন্য অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং-এর উপর কর অবকাশ সুবিধা প্রদানের প্রস্তাব কে সাধুবাদ জানাই। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র কর অবকাশ প্রদান করলে হবে না পাশাপাশি ডি-৮ এর প্রস্তাবিত রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে। এর ফলে বাংলাদেশে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ ঘটবে।
হিমাগারের বিদ্যুৎ বিলের উপর ভ্যাট সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করায় সরকারকে ধন্যবাদ জানায়, কারণ ঢাকা চেম্বার মনে করে, এর ফলে এ খাতে বিনিয়োগ বাড়াবে।
বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বেও স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে মূসক অব্যাহতি ২০১৭ পর্যন্ত বর্ধিত করার স্বাগত জানায়।
প্লাস্টিক বর্জ থেকে রিসাইক্লিং এর মাধ্যমে প্লাস্টিক দানা উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ১৫% মূসক অব্যাহতিকে স্বাগত জানায়।
পাট ও পাটজাত পণ্যের লাইসেন্স ইস্যু ও নাবয়ন ফি-এর উপর বিদ্যমান ১৫% ভ্যাট প্রতাহারের প্রস্তাবকে সাধুবাদ জানায়।
বেসরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর মূসক আরোপ করার সিদ্ধান্ত প্রত্যাহরের আবেদন জানাচ্ছি। আমরা মনে করি, জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষাখাত সম্পূর্ণ কর মুক্ত থাকা প্রয়োজন।
অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে ৪% হারে মূসক আরোপ করার প্রস্তাব এ খাতের বিকাশকে ব্যাহত করবে ।
সর্বোচ্চ শুল্ক হার ২৫ শতাংশের ওপর বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি কে ৪% হ্রাস করার সিদ্ধান্ত এবং একই সাথে বর্তমানে বিদ্যমান ৫ টি শুল্ক স্তর থেকে ৬টি শুল্ক স্তর করার সিদ্ধান্তকে সাধুবাদ জানায়, এর ফলে ব্যবসায়ী সমাজ উপকৃত হবে।
২০১৫-১৬ অর্থ বৎসরে সামগ্রিক বাজেট ঘাটতি ৮৬ হাজার ৬৭৫ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ঘাটতি ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বাজেট ঘাটতি বেড়েছে ২৫ হাজার ৩১১ কোটি টাকা। ঘাটতি বাড়ার হার ৪১ দশমিক ২৬ শতাংশ। এছাড়াও অন্যান্য বছরের ন্যায় বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশ রাখা হয়েছে।
বাজেটে নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিয়ে বৈধভাবে অর্জিত অঘোষিত টাকা বৈধ করার যে সুযোগ প্রদান করা হচ্ছে তা যেন শুধুমাত্র উৎপাদনশীল খাতেই ব্যবহার করা হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ১৩ হাজার ৬৭৫ হাজার মেগাওয়াটে উন্নত হয়েছে এবং ২০১৮ সালের মধ্যে উৎপাদন সক্ষমতার অন্তত ৮০ শতাংশ উৎপাদন/সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমানে বিদ্যমান ও নতুন কোন শিল্প বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না, যা হতাশাব্যঞ্জক।
বাজেটে রাজস্ব আহরণের জন্য তৈরি পোশাক রপ্তানি আয়েসহ বিভিন্ন খাতে উৎসে কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঢাকা চেম্বার মনে করে উৎসে কর কর্তনের যে বিধান বর্তমানে চালু আছে তা করদাতা এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিরাট বোঝা স্বরুপ। এর ফলে ছোট ছোট ফ্যাক্টরিগুলো বেশি সমস্যায় পড়বে। আর যেসব প্রতিষ্ঠান এখনও ক্ষতির মধ্যে রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করি। তাই তৈরি পোশাক রপ্তানির বিপরীতে উৎসে করহার ০ (শূণ্য) দশমিক ০.৩% বহাল রাখে উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করার আহবান জানিয়েছে ডিসিসিআই।
এয়াড়াও ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য করমুক্ত সীমার উর্ধ্বের আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ এলাকা ভেদে ২০১৪-২০১৫ অর্থবছরে যে হারে ছিল তা নির্ধারিত রাখার প্রস্তাব করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে রাজনৈতিক অস্থিতীশলতার দরুন ব্যবসায়ী সমাজ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন ও তাদের পূঁজি হারিয়েছেন সেই ক্ষতি পূরণের প্রথম ধাপ হিসাবে পূর্বের অর্থবছরের প্রদেয় নূন্যতম আয়করের হার নির্ধারিত রাখা অধিকতর যুক্তিযুক্ত বলে ঢাকা চেম্বার মনে করে।
বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আকার ধরা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত এডিপি‘র আকার ছিল ৭৫ হাজার কোটি টাকা। সরকারকে এডিপি’র সফল বাস্তবায়নের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানায়।
২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে(এডিপি) পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ২৩.৮ শতাংশ হাওয়া দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
দেশে এখন বিনিয়োগের হার জিডিপির ২৮ দশমিক ৭ শতাংশ। প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগের হার আরও ১০ শতাংশ হারে বৃদ্ধি করে ৩৮ শতাংশ এ উন্নীত করতে হবে। ১০ বছর ধরে বেসরকারি বিনিয়োগ ২১ থেকে ২২ শতাংশের ঘরে আটকে আছে।
দুই বছর ধরে বেসরকারি বিনিয়োগ কমে গেছে। ২০১১-১২ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ছিল সাড়ে ২২ শতাংশ, ২০১৩-১৪ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ হচ্ছে ২১ দশমিক ৩৯ শতাংশ। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে না পারলে প্রবৃদ্ধি ৬ শতাংশের ফাঁদ থেকে বের হতে পারবে না বলে ডিসিসিআই মনে করে।
প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৭.১ শতাংশ। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মনে করে ডিসিসিআই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান