ডেস্ক: সৌদি আরবের দাম্মামের মসজিদে আত্মঘাতি বোমা হামলাকারীর ছবি ও তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলারকারীর নাম খালিদ আলওয়াবি আল সামারি। তার বয়স ২০ বছর। খালিদ নারীর পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটায়। খবর আরব নিউজের।
গত শুক্রবার সৌদি আরবের দাম্মামে আল আনোদ মসজিদের কাছে একটি আত্মঘাতি বোমা হামলায় খালিদসহ আরো ৪ জন প্রাণ হারায়। তারও এক সপ্তাহ আগে আল কাদি গ্রামের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ২২ জন নিহত ও ১’শ জন নাগরিক আহত হয়েছিল। মন্ত্রণালয় কাতিফ মসজিদে বোমা হামলার সাথে ১৬ জন জড়িত বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
কাতিফ ও দাম্মামের মসজিদে আত্মঘাতি বোমা হামলায় জড়িতদের ধরতে দেশটির বাদশাহ সালমান পুরস্কার ঘোষণা করেছিল। বোমা হামলার সাথে জড়িত এমন একজনকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ সৌদি রিয়াল আর একাধিক ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ সৌদি রিয়াল আর সরকারের বিরুদ্ধে কর্মকান্ড পরিচালানর নেতৃত্বে দিচ্ছে এমন কাউকে ধরিয়ে দিতে পারলে ৭০লাখ সৌদি রিয়াল পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
সূত্র: আরব নিউজ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান