ঢাকা : পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ২শ’ মেট্রিক টন খেজুর দিয়েছে। ঢাকাস্থ সৌদি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স খালিদ সুলতান আল তবাইবি এ খেজুর বাংলাদেশের কাছে হস্তান্তর করেন।
বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ কামাল মন্ত্রণালয়ে তা গ্রহণ করেন বলে জানা গেছে। এসময় দূতাবাস ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সৌদি চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক সবসময়ই আন্তরিক। সকল সময়েই সৌদি সরকার ভাইয়ের মতো বাংলাদেশের পাশে থেকেছে। সৌদি সরকার সবসময়ই বাংলাদেশের মুসলিম জনগণের কল্যাণ কামনা করে।
উপহার খেজুর গ্রহণকালে ত্রাণসচিব বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
রমজানের পূর্বেই উপহারের এ খেজুর দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।