ঝিনাইদহ: শৈলকুপার সোন্দাহ গ্রামে স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করেন প্রধান অতিথি। তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ খবর শহরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপজেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ নেতা ও ৯নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফের নিজ এলাকা মনোহরপুর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী রাতেই জড়ো হয় ইউনিয়ন পরিষদে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। তবে কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, সম্প্রতি কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা আরিফ রেজা মন্নু। এরপর থেকে বিভিন্ন এলাকায় তাকে সংবর্ধনার আয়োজন করে নেতাকর্মীরা। এ ধারাবাহিকতায় সোন্দাহ গ্রামের স্কুল মাঠে রাতে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয় দলটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। সেখানে বেশ কিছু সংখ্যক কর্মীও উপস্থিত হয়।
দলের নবনির্বাচিত সম্পাদক মন্নু শীর্ষ নিউজকে বলেন, সংবর্ধনায় উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি আমার ঘনিষ্টজনদের মাধ্যমে মোবাইলে জানতে পারি যে সংবর্ধনা এলাকায় অপরিচিত কিছু লোকজন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করছে এবং তারা আমার খোঁজ করছে। সভাস্থলে আসা বিভিন্ন ব্যক্তিকে তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে। ওই অজ্ঞাতরা সভাস্থলে আসা ব্যক্তিদের কাছে জানতে চায়, আমি কোথায় বসেছি। আমাকে ওই অজ্ঞাতরা নজরদারীতে রেখেছে বলেও জানান আমার ঘনিষ্টরা। তাই আমি সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করি।
তিনি আরো বলেন, ঘটনাটি জানাজানি হলে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে আমার কর্মীদের মধ্যে। পরে আমি বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করি। পরে খবর পেয়ে তাৎক্ষণিক এসে পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায়।
মন্নু আরও জানান, কোন সন্ত্রাসী, গ্যাং গ্রুপ তার উপর হামলা বা হত্যা প্রচেষ্টা করে থাকতে পারে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম খাঁন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। কোন সন্ত্রাসী-গ্যাং গ্রুপ বা কারো নাম উল্লেখ করে কোন অভিযোগ দায়ের করেননি আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।
তিনি আরো বলেন, পুলিশ খোঁজ খবর রাখছে বিষয়টির উপর, তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, শৈলকুপার বিভিন্ন এলাকায় এসব সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপ আছে বলে জানা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান