পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশেই সংবর্ধনায় সন্ত্রাসী গ্রুপ

ঝিনাইদহ: শৈলকুপার সোন্দাহ গ্রামে স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করেন প্রধান অতিথি। তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ খবর শহরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপজেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ নেতা ও ৯নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফের নিজ এলাকা মনোহরপুর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী রাতেই জড়ো হয় ইউনিয়ন পরিষদে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। তবে কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, সম্প্রতি কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা আরিফ রেজা মন্নু। এরপর থেকে বিভিন্ন এলাকায় তাকে সংবর্ধনার আয়োজন করে নেতাকর্মীরা। এ ধারাবাহিকতায় সোন্দাহ গ্রামের স্কুল মাঠে রাতে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয় দলটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। সেখানে বেশ কিছু সংখ্যক কর্মীও উপস্থিত হয়।

দলের নবনির্বাচিত সম্পাদক মন্নু শীর্ষ নিউজকে বলেন, সংবর্ধনায় উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি আমার ঘনিষ্টজনদের মাধ্যমে মোবাইলে জানতে পারি যে সংবর্ধনা এলাকায় অপরিচিত কিছু লোকজন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করছে এবং তারা আমার খোঁজ করছে। সভাস্থলে আসা বিভিন্ন ব্যক্তিকে তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে। ওই অজ্ঞাতরা সভাস্থলে আসা ব্যক্তিদের কাছে জানতে চায়, আমি কোথায় বসেছি। আমাকে ওই অজ্ঞাতরা নজরদারীতে রেখেছে বলেও জানান আমার ঘনিষ্টরা। তাই আমি সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করি।

তিনি আরো বলেন, ঘটনাটি জানাজানি হলে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে আমার কর্মীদের মধ্যে। পরে আমি বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করি। পরে খবর পেয়ে তাৎক্ষণিক এসে পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায়।

মন্নু আরও জানান, কোন সন্ত্রাসী, গ্যাং গ্রুপ তার উপর হামলা বা হত্যা প্রচেষ্টা করে থাকতে পারে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম খাঁন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। কোন সন্ত্রাসী-গ্যাং গ্রুপ বা কারো নাম উল্লেখ করে কোন অভিযোগ দায়ের করেননি আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।

তিনি আরো বলেন, পুলিশ খোঁজ খবর রাখছে বিষয়টির উপর, তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, শৈলকুপার বিভিন্ন এলাকায় এসব সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপ আছে বলে জানা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশেই সংবর্ধনায় সন্ত্রাসী গ্রুপ

আপডেট টাইম : ০১:৫৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫

ঝিনাইদহ: শৈলকুপার সোন্দাহ গ্রামে স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করেন প্রধান অতিথি। তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ খবর শহরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপজেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ নেতা ও ৯নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফের নিজ এলাকা মনোহরপুর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী রাতেই জড়ো হয় ইউনিয়ন পরিষদে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। তবে কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, সম্প্রতি কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা আরিফ রেজা মন্নু। এরপর থেকে বিভিন্ন এলাকায় তাকে সংবর্ধনার আয়োজন করে নেতাকর্মীরা। এ ধারাবাহিকতায় সোন্দাহ গ্রামের স্কুল মাঠে রাতে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয় দলটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। সেখানে বেশ কিছু সংখ্যক কর্মীও উপস্থিত হয়।

দলের নবনির্বাচিত সম্পাদক মন্নু শীর্ষ নিউজকে বলেন, সংবর্ধনায় উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি আমার ঘনিষ্টজনদের মাধ্যমে মোবাইলে জানতে পারি যে সংবর্ধনা এলাকায় অপরিচিত কিছু লোকজন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করছে এবং তারা আমার খোঁজ করছে। সভাস্থলে আসা বিভিন্ন ব্যক্তিকে তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে। ওই অজ্ঞাতরা সভাস্থলে আসা ব্যক্তিদের কাছে জানতে চায়, আমি কোথায় বসেছি। আমাকে ওই অজ্ঞাতরা নজরদারীতে রেখেছে বলেও জানান আমার ঘনিষ্টরা। তাই আমি সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করি।

তিনি আরো বলেন, ঘটনাটি জানাজানি হলে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে আমার কর্মীদের মধ্যে। পরে আমি বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করি। পরে খবর পেয়ে তাৎক্ষণিক এসে পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায়।

মন্নু আরও জানান, কোন সন্ত্রাসী, গ্যাং গ্রুপ তার উপর হামলা বা হত্যা প্রচেষ্টা করে থাকতে পারে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম খাঁন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। কোন সন্ত্রাসী-গ্যাং গ্রুপ বা কারো নাম উল্লেখ করে কোন অভিযোগ দায়ের করেননি আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।

তিনি আরো বলেন, পুলিশ খোঁজ খবর রাখছে বিষয়টির উপর, তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, শৈলকুপার বিভিন্ন এলাকায় এসব সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপ আছে বলে জানা যায়।