ডেস্ক :ফরাসী বিজ্ঞানীরা ফ্রান্সের উত্তর-পশ্চিমের রেনেস শহর থেকে পাওয়া ১৭‘শ শতাব্দির একজন মহিলার মৃতদেহে পরীক্ষা সম্পন্ন করেছে।
মহিলার এই মৃতদেহটি তারা ২০১৪ সালে পেয়েছে। মৃতদেহটি প্রায় ৩৫৯ বছর আগের। এখনো ক্যাপ এবং জুতা পরিধান করা।
তাদের বিশ্বাস মহিলাটি একটি অভিজাত পরিবারের নারী। তিনি ১৬৫৬ সালে মারা গেছেন। তার দেহাবশেষ ৫ফিট।
ফরেনসিক বিভাগের ডাক্তার ফেব্রিক্স ডেবিউট বলেন, অঙ্গে কাজ করতে আমরা সফট টিস্যু পেয়েছি। পুরাতত্মের এমন ঘটনা নজিরবিহীন। এই আবিষ্কার ছিল নির্মাণাধীন একটি কনভেনশন সেন্টারের জন্য।
এএফপির বরাত দিয়ে ফরেনসিক দলের সদস্যরা জানান, পোষ্টমর্টেম পরীক্ষা এবং স্ক্যানে দেখিয়েছে যে, কিডনির পাথর এবং ফুসফুসে আটার মতো লেগে আছে।
বিজ্ঞানীরা জানান, মহিলার হার্ট বাস্তবের মতোই অস্ত্রপচারের জন্য বের করে নিয়েছি।
তারা জানান, তার হার্টে এমন কিছু পেয়েছে যে, এর মাধ্যমে প্রমাণিত হয় মহিলা স্বামীর প্রতি বিশ্বাসী ছিলেন।
বিজ্ঞানীরা মহিলার শরীর থেকে কাপড় উদ্ধার করেছে এবং এটা প্রদর্শন করা যেতে পারে বলে ও আশা তাদের।
সূত্র : বিবিসি