জয়পুরহাট : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে পায়খানার সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবলু মিয়া (৩৩) ও আনিছুর রহমান (২৭) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, বুধবার বিকাল ৫টা ৫৫মিনিটের সময় পাঁচবিবি উপজেলার বাগজানার ডাঙাপাড়া গ্রামের রায়হান তার বাড়ির পায়খানার সেফটিক ট্যাংক পরিস্কার করতে বাবলু মিয়া ও আনিছুর রহমান নামে ২শ্রমিকের সাথে চুক্তি করা হয়।
চুক্তির পর শ্রমিকরা পায়খানার সেফটিক ট্যাংকের কাছে যান। বাবলু প্রথমে সেফটিক ট্যাংকের ঢাকনা (স্লাভ) খুলে ট্যাংকের ভেতরে নামেন। এ সময় সে ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহযোগী আনিসুর তাকে উদ্ধারের জন্য ট্যাংকে ভেতরে নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন।
নিহত বাবলু মিয়ার বাবা নাম জসিম উদ্দিন। পাঁচবিবি উপজেলার বাগজানা তলেবেলো গ্রামে তাদের বাড়ি। আর আনিছুর রহমানের বাবার নাম মোবারক আলী। একই উপজেলা ডাঙাপাড়া গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার ওসি জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান