ডেস্ক : অস্ট্রেলিয়া মহাদেশের বিস্তৃত দ্বীপের একটি দূরবর্তী উপকূল থেকে দেশটির বিজ্ঞানীরা ২ হাজার বছর পূর্বের সামুদ্রিক মুক্তা পেয়েছে।
ওলংগং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কেট এস জাবু বলেছেন, আর্কিওলোজিস্টরা যখন পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তর কিম্বেরিলিতে কাজ করছিলেন তখনই মাটির নিচে এই অনন্য মণি-মুক্তা তাদের সামনে আসে ।
প্রত্মতাত্তিক নিদর্শন এ অধ্যয়নরত কেট এস জাবু আরো বলেন, প্রাকৃতিক মুক্তা প্রকৃতিতেও খুবই বিরল। অনেক ঝিনুক-মুক্তা অস্ট্রেলিয়ায় পাচ্ছে। কিন্তু প্রাকৃতিক মুক্তা আমরা এর আগে আর কখনো পায়নি।
তিনি আরও বলেন, এই এলাকাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বহন করে। কারণ, কিম্বেরিলি উপকূলটা হলো অস্ট্রেলিয়ার মুক্তার সমর্থক।
রঙ্গিন-গোলাপী এবং সোনার রঙের মুক্তা প্রায় গোলাকার। আর এটার ব্যস হয় পাঁচ মিলিমিটার। বেশ কিছুটা নিখুঁত বৃত্তাকার আকৃতির কাছাকাছি। গবেষক এটার বয়স পরীক্ষার জন্য একটি ম্যাক্রো সিটি স্ক্যান ব্যবহার করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান