বাংলার খবর২৪.কম,
ভোলা: ডুবোচরে ধাক্কা খেয়ে বিকল হয়ে গেছে ৫০০ যাত্রী নিয়ে একটি ফেরি।ফেরিটি ভোলা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল।এটি এখন বিকল হয়ে মাঝনদীতে ভাসছে। নৌপরিবহন কর্তৃপক্ষের ফেরী কিষাণীতে যাত্রীবাহী ১০/১২টি বাস-ট্রাকসহ ৫ শতাধিক যাত্রী রয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভোলার কাচিয়া কাঠির মাথায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় স্থির থাকতে দেখা গেছে ফেরিটিকে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আটকে পড়া যাত্রীরা।
কিষাণীর কর্তৃপক্ষ জানায়, ভোলার ইলিশা ঘাট থেকে সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুরের মৌজু চৌধুরীর ঘাটে যাত্রা শুরু করে। ঘাট থেকে কিছু পথ যাওয়ার পর মেঘনার ডুবোচরে ফেরির রাডার সুকান (দিক নির্দেশনকারী যন্ত্র) ভেঙে যায়। এরপর ফেরিটি আর গন্তব্যের উদ্দ্যেশে যেতে পারেনি।
কিষাণীর মাস্টার মো. মফিজ মিয়া জানান, ভেঙে যাওয়া রাডার সুকান উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসের আটকে পড়া যাত্রীরা ট্রলারের সাহায্যে গন্তব্যে চলে গেছে।
ফেরির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসিএর সহকারী ব্যবস্থাপক সিহাব উদ্দিন জানান, বিকল ফেরি উদ্ধারের জন্য ভোলা-লক্ষীপুর রুটে চলাচলকারী ফেরী কনকচাঁপা রওনা দিয়েছে। ফেরিটি কার্যকর করে তুলতে কয়েকদিন সময় লাগবে। এদিকে, জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফেরিটি ভোলার কাচিয়া ইউনিয়নের মধ্য মেঘনায় চলে গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান