ঢাকা : ভারতের রাষ্ট্রীয় জীবন বীমা কোম্পানি ‘লাইফ ইনস্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়াকে(এলআইসি)’ বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দিয়েছে সরকার।
৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় এই অনুমতি পত্র দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরএ।
আইডিআরএ জানায়, অনুমতি পত্রের সঙ্গে শর্ত দেয়া হয়েছে। শর্ত পূরণ করতে পারলেই পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন দেওয়া হবে এলআইসিকে। শর্ত পূরণে ছয় মাসের সময় দেয়া হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র জানায়, এলআইসি বাংলাদেশ লিমিটেড নামে এদেশে ব্যবসা করবে কোম্পানিটি। শর্ত অনুযায়ী এলআইসির পরিশোধিত মূলধন হতে হবে ১০০ কোটি টাকা। যার ৫০ শতাংশ ধারণ করবে এলআইসি। ৫০ শতাংশের মালিকানা থাকবে বাংলাদেশিদের হাতে। এর মধ্যে ১০ শতাংশ স্থানীয় উদ্যোক্তা এবং বাকি ৪০ শতাংশের শেয়ার পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখতে হবে।
জানা গেছে, এর আগে ২০১৩ সালে এলআইসি ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে বাংলাদেশের বীমা কোম্পানি পাইওনিয়রের সঙ্গে ব্যবসা করার প্রস্তাব দেয় এলআইসি। তখন অনুমতি দেয়নি আইডিআরএ।
পরবর্তীতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অনুমতি দেয়ার জন্য তদ্বির করে। তদ্বিরের পরে সরকারের নির্দেশে এলআইসিকে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দেয় আইডিআরএ।