ঢাকা : ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেছেন, ‘ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। কোন বাধাই এ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। সব বাধা উপেক্ষা করেই দুই দেশের সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইরানের ইমাম আয়াতুল্লাহ খোমেনীর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে সুসম্পর্ক উন্নয়নের প্রসঙ্গে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমাম বোখারী একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ওয়াজী দাহনভী বলেন, ‘ইরান, ইরাক, বাংলাদেশসহ সমস্ত মুসলিম দেশেরই আল্লাহর উপর আস্থা রাখতে হবে। ইরান গরিব মানুষদের সহায়তা করার চেষ্টা করছে সবসময়। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইরান দূতাবাসে কর্মরত সৈয়দ মুসা হোসাইনী, আয়োজক সংগঠনের পরিচালক খলিলুর রহমান সিদ্দীকি প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান