সাতক্ষীরা: গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেনাজানা অন্যতম প্রাচীনতম যানবহন গরুর গাড়ি। কিন্তু বর্তমানে আজ বড় বড় আধুনিক যানবাহনের প্রতিযোগীতায় সাতক্ষীরার ঐতিহ্য এই গরুর গাড়ি আজ বিলুপ্তর পথে।
গ্রামবাংলার মেঠো পথের কচোর মোচর শব্দের চলা সুপরিচিত এই যানবহনের ব্যাবহার আর দেখা যায় না। প্রাচীনকাল থেকে বিয়ে, আত্মীয়ের বাড়ি, মাঠ থেকে ফসল ঘরে তোলা বাজারে ফসল বিক্রয় করতে এমন কী যাতয়াতের একমাত্র ভরসা ছিল গরু গাড়ি। কিন্তু বর্তমানের নতুন নতুন যানবনের আর্বিভাবে প্রচলন কমে শুন্যের কোঠায় পৌঁছেছে। তাছাড়া গরুর গাড়িতে জড়িয়ে আছে হাজারও গ্রাম্য মানুষের আত্মকাহিনী।
এদিকে সেই সময়ে কখনও পাটাতন ভিজতো নতুন বৌয়ের চোখের জলে আবার কখনও ভেসে আসত গাড়িয়ালের কন্ঠে সুমধুর গানে। এমন কী এটা নিয়ে রচিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সম্পন্ন সিনেমাও। তাছাড়া অতীতে গ্রামগুলোতে গেরস্তের প্রতীক ছিল গরুর গাড়ি। সে সময়ের গ্রামের আঁকা-বাঁকা মেঠো পথের যোগাযোগের একমাত্র উৎস ছিল এ গরুর গাড়ি।
তবে কালের বিবর্তনে আর নতুনের আর্বিভাবে দিন দিন কালের অতল গর্ভে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যর এই নির্দশনটি। সে সময়ে যন্ত্রের যান না থাকলে সুখ আর শান্তি ছিল সাধারণ মানুষের মনে। ৮০-৯০ দশকে গরুর গাড়ির ব্যাবহার কমে আসে নগরায়নে। তাছাড়া পর্যাপ্ত যোগান না থাকায় অল্প অল্প করে অস্তিত্ব হারিয়েছে সুপরিচিত গরুর গাড়ি যানটি।
তবে আধুনিক যানবাহনের চাপে চলাচলের অনুপোযোগী এবং গাড়ি টানতে ব্যবহারিত গরুর খাদ্য সরবাহ কমে যাওয়ায় বিলুপ্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে গরু গাড়ির সরঞ্জাম দুষ্প্রাপ্য বলে ব্যাবহার কমেছে। বন্ধ হয়েছে গাড়িয়ালর কন্ঠের গান, চাকার কুচ-কুচ, কচ-কচ শব্দ করে চলা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান