বাংলার খবর২৪.কম ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ পিএমএল-এন শীর্ষ নেতাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। গত জুন মাসে লাহোর মডেল টাউনের সহিংসতার শুনানিতে মঙ্গলবার এ নির্দেশ দেন আদালত।
১৭ জুনের ওই সহিংসতায় তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক পার্টির প্রায় ১১ কর্মী নিহত হয়েছিল। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছিল।
এ প্রেক্ষিতে পাকিস্তান আওয়ামী তেহরিক পার্টির কর্মীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ ২১ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তের জন্য আবেদন জানান। অন্যরা হলেন; পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান, পাঞ্জাবের সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ, রেলমন্ত্রী খাজা সাদ রফিক প্রমুখ।
একটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর আগে এফআইআর নথিভুক্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তবে সেই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন জানান পিএমএল-এন এর চার প্রাদেশিক মন্ত্রী; খাজা আসিফ, পারভেজ রশীদ, সাদ রফিক এবং আবিদ শের আলী।
মামলার শুনানিতে অংশ নেন বিচারপতি মেহমুদ মাকবুল বাজওয়া যিনি রায়ের পূর্বে একটি যৌথ তদন্ত দল পরিচালনা করেন।
এক সংক্ষিপ্ত আদেশে হাইকোর্ট নিম্ন আদালের রায় বহাল রেখে পিএমএল-এন নেতাদের আবেদন খারিজ করে দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান