ডেস্ক : ভারতে ম্যাগি নুডলসে মানবদেহের জন্য ক্ষতিকর সীসা ও মনো-সোডিয়াম গ্লুটামেট (স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়) পাওয়ার পর দেশব্যাপী এর মান পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে।
বুধবার সকালে ম্যাগির প্রস্তুতকারক সুইজারল্যান্ডভিত্তিক শীর্ষস্থানীয় খাবার ও পানীয় প্রস্তুতকারক নেসলের শেয়ারের দর ১০ শতাংশ কমে গেছে। এজন্য নেসলের শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার নেসলের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জায়েনের সাথে সাক্ষাৎ করেছেন। দিল্লিতে মঙ্গলবার ম্যাগির ১৩ টি প্যাকেটের মান পরীক্ষার পর ১০টিই ‘অনিরাপদ’ বলে প্রমাণিত হয়েছে।
দিল্লি সরকার বলছে, তারা নেসলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে।
ভারতের গুজরাট, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশে ম্যাগির পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে। কেরালা সরকার সরকারি ১৩০০ দোকানে ম্যাগি বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান