ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে বাংলাদেশের আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের শূন্য পদে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাসকে মনোনয়ন দিয়েছে পিসিবি।
গত ০১ জুন প্রেসিডেন্ট পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন পাকিস্তানের নাজাম শেঠি। এরই ধারাবাহিকতায় জহির আব্বাসকে দায়িত্ব দেয় আইসিসি। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষে বারবাডোজে আয়োজিত আইসিসির বোর্ড সভায় নতুন সভাপতি হিসেবে জহির আব্বাসের মনোনয়ন অনুমোদন করার কথা। আগামী ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন নতুন প্রেসিডেন্ট আব্বাস। পরবর্তী এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদে।
প্রেসিডেন্টের শূন্য পদে বসার জন্য জহির আব্বাসের সঙ্গে আরও ছিলেন দেশটির সাবেক ক্রিকেটার মাজিদ খান এবং আসিফ ইকবাল।
৬৭ বছর বয়সী জহির আব্বাসকে বলা হয়ে থাকে ‘এশিয়ান ব্রাডম্যান’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান