টেকনাফ : আন্দামান সাগর থেকে আটক ৭২৭ অভিবাসীকে টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের মংডুতে আনা হয়েছে।
মঙ্গলবার মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ একটি পত্রের মাধ্যমে নোট পাঠিয়ে জানিয়েছে, আটক ৭২৭ অবৈধ অভিবাসীদের মংডুতে আনা হচ্ছে। তবে এখানে কত জন বাংলাদেশি বা রোহিঙ্গা আছে তা পরিস্কার করেনি মিয়ানমার।
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর বরাত দিয়ে টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক রাসেল ছিদ্দিকী জানান, ৭২৭ জন অভিবাসী নিয়ে মিয়ানমারে আটক ট্রলারটি মংডু শহরে অবস্থান করছে। এসব অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছে কিনা সে ধরনের তালিকা এখনো বিজিবি’র কাছে পৌঁছাইনি।
মিয়ানমারে আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
প্রসংগত, আন্দামান সাগর থেকে ৭২৭ অভিবাসীকে আটক করেছিল মিয়ানমারের নৌ বাহিনী। তারা সকলকে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে আসছে। ইতিমধ্যে সাগর থেকে আরো ২০৮ জনকে আটক করে মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকায় রাখা হয়েছে। যা বাংলাদেশের ঘুমধুম সীমান্ত এলাকা বরাবর।