টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে মানবপাচারকারী নুর কবিরসহ দু’জনকে আটক করেছে পুলিশ। তিনি ইয়াবা সম্রাট নামেও পরিচিত।
মঙ্গলবার সকালে টেকনাফ থানার এসআই সেলিম ও জহিরের নেতৃত্বে লেদা ও হ্নীলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল কবির (৩৫) ও একই ইউনিয়নের আবদুল কাদেরের ছেলে খলিলুর রহমান (৫৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ২ মানপাচারকারী ও ইয়াবা সম্রাটকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে মাদকের চারটি মামলা রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা তালিকায় (৭৬৪) জনের মধ্যে পশ্চিম লেদার তালিকায় ২ নম্বরে তার নাম রয়েছে।
(ওসি) আতাউর রহমান খন্দকার আরো জানান, তার ভাই আফসার কামালকে ৯ হাজার ৯৯০ পিস ইয়াবা ও ৩ লাখ ৯০ হাজার টাকাসহ বিজিবি সোমবার আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, তারা পাচঁ ভাই গাড়ির হেলপার ও বেকার থেকে ইয়াবা ব্যবসার করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বর্তমানে তার ভাই শামসুল হুদা ইয়াবাসহ হত্যা মামলায় পুলিশের হাতে আটক হয়ে কক্সবাজার কারাগারে রয়েছেন। এর আগে তার আরেক ভাই নুর মোহাম্মদ গত বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে র্যাবের সঙ্গে চোরাকারবারীদের গুলিতে মারা যায়। ধারণা করা হচ্ছে, আটক নুরুল কবিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক গোপন তথ্য বের হবে।