কক্সবাজার: টেকনাফে তিন কোটি টাকা মূল্যের ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। এ সময় মো. শাকের (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
রোববার সকালে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
আটক শাকের উপজেলার সাবরাং এলাকার আবুল কালামের ছেলে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী বাংলামেইলকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে পাচারকালে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের নেটং পাহাড়ের ঢালু পথ দিয়ে ৫০ হাজার পিস ইয়াবা পাচার করা হচ্ছিল। এ সময় কোস্টগার্ড সদস্যরা পাচাররকারীদের ধাওয়া করলে ইয়াবাগুলেঅ ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সোয়া দুই কোটি টাকা।
অন্যদিকে, টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা ও ১৭ হাজার টাকাসহ মো. শাকেরকে আটক করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহাকরী উপ-পরিদর্শক (এএসআই) আজাহারের নেতৃত্বে পুলিশের একটি দল সাবরাং এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮ হাজার পিস ইয়াবা ও ১৭ হাজার ৭৪০ টাকাসহ শাকেরকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৫৪ লাখ ১৭ হাজার ৪০ টাকা। আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান