ঢাকা: উত্তর কোরিয়ার পারমানবিক কেন্দ্রে কম্পিউটার ভাইরাস হামলা চালাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পাঁচ বছর আগে চালানো তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। ভাইরাস হামলার প্রকল্পের সঙ্গে জড়িতদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করতে ২০০৯ ও ২০১০ সালে স্টাক্সনেট ভাইরাস হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ভাইরাস হামলায় পরমাণু কেন্দ্রে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কাজে নিয়োজিত এক হাজার বা তারও বেশি সেন্ট্রিফিউজ ধ্বংস হয়েগিয়েছিল। এখানে সফলতা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ২০১০ সালে উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্রে একই ভাইরাস দিয়ে হামলা চালান।
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, স্টাক্সনেট ডেভলপাররা এমন একটি ভাইরাস তৈরি করেছিলেন যেটি কোরিয়ান ভাষার অপারেটিং সিস্টেমের কম্পিউটারে আঘাত হানতে সক্ষম। তবে পিয়ংইয়ংয়ের যে মূল যন্ত্রটির মাধ্যমে পরমাণু কর্মসূচি পরিচালিত হয় মার্কিন গোয়েন্দারা সেটি চিহিৃত করতে পারেননি।
কর্মকর্তারা জানান, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি পরিচালিত ওই মিশন উত্তর কোরিয়ার নিরাপত্তা ব্যবস্থার কাছে পুরোপুরি কোনঠাসা হয়ে পড়ে। যেহেতু উত্তর কোরিয়া তাদের যোগাযোগ ব্যবস্থায় কঠোর গোপনীয়তা অবলম্বন করে সেহেতু মার্কিনিদের এ সমস্যায় পড়তে হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান