পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশে রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সুযোগ কতটা?

ডেস্ক : বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় ভিন্ন মত প্রকাশের সুযোগ কতটা রয়েছে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। বিশেষ করে রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে সরকার বিরোধী বক্তব্য আসলে অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার খুলনায় অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে মত প্রকাশের সুযোগ নিয়ে বিতর্ক হয়। খুলনার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ সংলাপের এ পর্বটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একজন আলোচক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন পাঁচই জানুয়ারির ‘বিতর্কিত’ নির্বাচনের পর সরকার বিএনপির উপর চড়াও হয়েছে। এভাবে চলতে থাকলে দেশ একদলীয় ব্যবস্থায় চলে যাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন “দেশে ভিন্ন মত প্রকাশের কোন সুযোগ নেই। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।”

তবে অনুষ্ঠানের আরেক আলোচক খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান এ ধরণের অভিযোগ নাকচ করে দেন। তিনি মনে করেন বাংলাদেশের মানুষ এখন ভালো আছে, শান্তিতে আছে। “যারা সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে সেটা কোন ধরণের ভিন্নমত,” প্রশ্ন তোলেন মিঃ রহমান।

তাঁর সাথে অনেকটা একমত পোষণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফাযেক উজ জামান ।

তিনি মনে করেন দেশে রাজনৈতিকভাবে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে কোন সমস্যা নেই। অনেকেই বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করছে বলে উল্লেখ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এ উপাচার্য।

মিঃ ফাযেক উজ জামান বলেন “আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, সেটা সরকারের পক্ষেও যায়, বিপক্ষেও যায়। বিপক্ষে যাওয়ার কারণে কেউ জেলে যেতে হয়েছে সেরকম কোন নজির নেই।”

তবে মিঃ ফাযেক উজ জামানের সাথে ভিন্নমত পোষণ করে বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন টক শোতে যারা সরকারের সমালোচনা করেন তাঁদের বিরুদ্ধে মামলা দেয়াসহ নানাভাবে হেনস্থা করা হচ্ছে।

এ প্রসঙ্গে দর্শকদেরও বেশিরভাগ মনে করেন বাংলাদেশে সরকার বিরোধী মতামতের জায়গা কমে আসছে।

একজন দর্শক বলেন বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশের জায়গা যে সংকুচিত হয়ে আসছে সেটি বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমেও উঠে এসেছে।

তবে অনুষ্ঠানে একজন দর্শক বলেন সরকারবিরোধী মনোভাব প্রকাশের কারণে কাউকে হেনস্থা হতে হয় সেটা তিনি মনে করেন না।

অনুষ্ঠানের আরেকজন আলোচক খুলনাভিত্তিক বেসরকারি সংগঠন মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী শামীমা সুলতানা শীলু বলেন মত প্রকাশের সুযোগ তৈরি করে নিতে হয়।

বর্তমান সরকারকে তিনি বেশ ‘কৌশলী’ হিসেবে বর্ণনা করেন। কিন্তু ভিন্নমত প্রকাশের সুযোগ আসলেই বাধাগ্রস্ত হচ্ছে কিনা সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

মোদীর ঢাকা সফর নিয়ে প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরকে বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে বলে অনেকে বলছেন।

তবে একই সাথে এই সফরকে নিয়ে বাংলাদেশের দিক থেকে বেশি প্রত্যাশা না থাকার বিষয়ও অনেকে সতর্ক করে দিয়েছেন।

অনুষ্ঠানে কামনাশীষ গোলদার নামে একজন দর্শক প্রশ্ন করেন নরেন্দ্র মোদীর আসন্ন সফর নিয়ে নানা সমস্যার সমাধানের ক্ষেত্রে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণ হবার সম্ভাবনা কতটুকু?

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে মিঃ মোদীর এ সফরে বাংলাদেশের জন্য বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। সে প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো। সেজন্য ভারতের সাথে ছিটমহল বিনিময়সহ বিভিন্ন ইস্যুতে চুক্তি হয়েছে।

মিঃ রহমান বলেন ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি না হলেও বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার কোন কারণ নেই।

মিঃ রহমান বলেন “সীমান্ত চুক্তি বাস্তবায়ন করায় আমাদের বেশ কয়েকটি সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তাহলে আমরা কেন আরও বেশি আশা করব না?”

অনুষ্ঠানে আরেক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং মোহাম্মদ বিএনপি নেতা মনিরুজ্জামান বলেন তিস্তা চুক্তিই ভারতের সাথে আলোচনার একমাত্র চাহিদা বা আলোচনার বিষয় নয়।

তিনি বলেন ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হবার ঘটনা বন্ধ করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধ করার বিষয়টি নরেন্দ্র মোদীর সফরে আলোচনা করা জরুরী।

তিস্তার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গে মিঃ মনিরুজ্জামান বলেন ভারতের দিক থেকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্খার প্রতি নজর দেয়া উচিত।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ জামান মনে করেন এবার তিস্তা চুক্তি না হলেও নরেন্দ্র মোদীর এ সফর বাংলাদেশের আকাঙ্খা পূরণ করবে।

তিনি বলেন তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্ত চেষ্টা করবে বলেও তিনি বিশ্বাস করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ জামান

তবে এ ব্যাপারে শামীমা সুলতানা শীলু বলেন নরেন্দ্র মোদীর এ সফরকে ঘিরে বাংলাদেশে অনেকের মাঝে প্রত্যাশা থাকলেও সেটা কতটা বাস্তবে রূপ পাবে সেটি নিয়ে তাঁর সংশয় রয়েছে।

তিনি বলেন “অতীতটা আমাদের সুখকর নয়। সেজন্য অন্যদের মত আমিও সংশয়ে আছি।”

অন্যদিকে নরেন্দ্র মোদীর এ সফরকে নিয়ে দর্শকদের মাঝেও ভিন্ন ভিন্ন মত দেখা যায়।

দর্শকদের একটি অংশ মনে করেন ভারতের প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের প্রত্যাশা পূরণ করবে।

আবার অনেকেই বলেছেন এই সফর বাংলাদেশের প্রত্যাশা কতটা পূরণ করবে সেটা নিয়ে সংশয় রয়েছে।

মানব পাচার প্রতিরোধ

বাংলাদেশ সংলাপের তৃতীয় প্রশ্নটি আলোচনা হয় মানব পাচার প্রসঙ্গে। একজন দর্শক প্রশ্ন করেন মানব পাচার প্রতিরোধে গোটা বিশ্বের একজোট হয়ে সিদ্ধান্ত নেয়ার এখনই কি উপযুক্ত সময়?

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিঃ ফাযেক উজ জামান মানব পাচারের বিষয়টিকে ‘বড় ধরণের দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি মনে করেন বাংলাদেশের জন্য বিষয়টি জটিল ও কঠিন। এক্ষেত্রে মানব পাচার বন্ধের জন্য বাংলাদেশের উচিৎ মিয়ানমারের সাথে কথা বলা এবং আন্তর্জাতিক সমঝোতা গড়ে তোলা।

এবিষয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া উচিৎ বলে তিনি মত দেন।

মিঃ ফায়েক উজ জামানের সাথে একমত পোষণ করে বিএনপি নেতা মনিরুজ্জামান বলেন মানব পাচারের বিষয়টির সাথে যেহেতু বেশ কয়েকটি দেশের সিন্ডিকেট জড়িত সেজন্য জাতিসংঘের ভূমিকা এখানে অপরিহার্য।

অনুষ্ঠানে একজন দর্শক বলেন মিয়ানমারের সহযোগিতা ছাড়া এ মানব পাচার বন্ধ করা সম্ভব নয়, কারণ এখানে রোহিঙ্গা ইস্যুটিও জড়িত। সেজন্য মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় একটি সমঝোতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের আরেক আলোচক শামীমা সুলতানা শীলু বলেন মানুষের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে না পারলে মানব পাচার বন্ধের জন্য আন্তর্জাতিক উদ্যোগ কোন কাজে লাগবে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে।

আবার আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দেশের সাথে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়শিয়াসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা করতে হবে।

বাংলাদেশের ভেতরেও মানবপাচারকারীদের একটি সিন্ডিকেট মানুষকে বেশি অর্থ উপার্জনের লোভ দেখিয়ে প্রতারিত করছে বলেও উল্লেখ করেন মিঃ রহমান।

সুন্দরবন নিয়ে উদাসীনতা ?

অনুষ্ঠানে চতুর্থ প্রশ্নটি করেন হাফিজ-আল-আসাদ খান। তাঁর প্রশ্ন ছিল “বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় বিভিন্ন সংগঠন যেখানে তৎপর, সেখানে সরকার কি বিষয়টি নিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে?”

আলোচক শামীমা সুলতানা শীলু বলেন সুন্দরবনের যাতে কোন ক্ষতি না হয় সেটি নিশ্চিত করার জন্য বন বিভাগকে যথেষ্ট উদ্যোগী মনে হচ্ছে না।

সুন্দরবনের কাছেই বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে সুন্দরবনের ক্ষতি হতে পারে বলে পরিবেশবাদীদের মধ্যে আশঙ্কা রয়েছে। এছাড়া সুন্দরবনের ভেতরে শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল সুন্দরবনের জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে বলে অনেকে মনে করেন। গতবছর শ্যালা নদীতে একটি তেলবাহী ট্যাংকার ডুবে তেল ছগিয়ে পড়ায় সে আশঙ্কা আরও জোরদার হয়েছে।

একজন দর্শক বলেন সুন্দরবনের বিষয়ে সরকার উদাসীন, কারণ শ্যালা নদীর ভেতর দিয়ে আবারও নৌযান চলাচল করতে দেয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, শ্যালা নদী দিয়ে গত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে জাহাজ চলাচল করছে। খুলনা অঞ্চলে নৌপথে ঢোকার জন্য এটিই একমাত্র রুট বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের আরেকজন দর্শক মন্তব্য করেন যে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নিয়ে অনেকে আপত্তি তুললেও সরকার সেদিকে নজর দিচ্ছেনা।

এ দর্শকের মন্তব্যকে সমর্থন করেন বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতের বিরুদ্ধে গিয়ে সরকার এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছে।

তবে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলছেন পরিবেশ বিবেচনায় রেখেই রামপালে এ বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সুযোগ কতটা?

আপডেট টাইম : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫

ডেস্ক : বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় ভিন্ন মত প্রকাশের সুযোগ কতটা রয়েছে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। বিশেষ করে রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে সরকার বিরোধী বক্তব্য আসলে অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার খুলনায় অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে মত প্রকাশের সুযোগ নিয়ে বিতর্ক হয়। খুলনার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ সংলাপের এ পর্বটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একজন আলোচক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন পাঁচই জানুয়ারির ‘বিতর্কিত’ নির্বাচনের পর সরকার বিএনপির উপর চড়াও হয়েছে। এভাবে চলতে থাকলে দেশ একদলীয় ব্যবস্থায় চলে যাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন “দেশে ভিন্ন মত প্রকাশের কোন সুযোগ নেই। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।”

তবে অনুষ্ঠানের আরেক আলোচক খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান এ ধরণের অভিযোগ নাকচ করে দেন। তিনি মনে করেন বাংলাদেশের মানুষ এখন ভালো আছে, শান্তিতে আছে। “যারা সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে সেটা কোন ধরণের ভিন্নমত,” প্রশ্ন তোলেন মিঃ রহমান।

তাঁর সাথে অনেকটা একমত পোষণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফাযেক উজ জামান ।

তিনি মনে করেন দেশে রাজনৈতিকভাবে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে কোন সমস্যা নেই। অনেকেই বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করছে বলে উল্লেখ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এ উপাচার্য।

মিঃ ফাযেক উজ জামান বলেন “আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, সেটা সরকারের পক্ষেও যায়, বিপক্ষেও যায়। বিপক্ষে যাওয়ার কারণে কেউ জেলে যেতে হয়েছে সেরকম কোন নজির নেই।”

তবে মিঃ ফাযেক উজ জামানের সাথে ভিন্নমত পোষণ করে বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন টক শোতে যারা সরকারের সমালোচনা করেন তাঁদের বিরুদ্ধে মামলা দেয়াসহ নানাভাবে হেনস্থা করা হচ্ছে।

এ প্রসঙ্গে দর্শকদেরও বেশিরভাগ মনে করেন বাংলাদেশে সরকার বিরোধী মতামতের জায়গা কমে আসছে।

একজন দর্শক বলেন বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশের জায়গা যে সংকুচিত হয়ে আসছে সেটি বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমেও উঠে এসেছে।

তবে অনুষ্ঠানে একজন দর্শক বলেন সরকারবিরোধী মনোভাব প্রকাশের কারণে কাউকে হেনস্থা হতে হয় সেটা তিনি মনে করেন না।

অনুষ্ঠানের আরেকজন আলোচক খুলনাভিত্তিক বেসরকারি সংগঠন মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী শামীমা সুলতানা শীলু বলেন মত প্রকাশের সুযোগ তৈরি করে নিতে হয়।

বর্তমান সরকারকে তিনি বেশ ‘কৌশলী’ হিসেবে বর্ণনা করেন। কিন্তু ভিন্নমত প্রকাশের সুযোগ আসলেই বাধাগ্রস্ত হচ্ছে কিনা সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

মোদীর ঢাকা সফর নিয়ে প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরকে বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে বলে অনেকে বলছেন।

তবে একই সাথে এই সফরকে নিয়ে বাংলাদেশের দিক থেকে বেশি প্রত্যাশা না থাকার বিষয়ও অনেকে সতর্ক করে দিয়েছেন।

অনুষ্ঠানে কামনাশীষ গোলদার নামে একজন দর্শক প্রশ্ন করেন নরেন্দ্র মোদীর আসন্ন সফর নিয়ে নানা সমস্যার সমাধানের ক্ষেত্রে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণ হবার সম্ভাবনা কতটুকু?

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে মিঃ মোদীর এ সফরে বাংলাদেশের জন্য বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। সে প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো। সেজন্য ভারতের সাথে ছিটমহল বিনিময়সহ বিভিন্ন ইস্যুতে চুক্তি হয়েছে।

মিঃ রহমান বলেন ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি না হলেও বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার কোন কারণ নেই।

মিঃ রহমান বলেন “সীমান্ত চুক্তি বাস্তবায়ন করায় আমাদের বেশ কয়েকটি সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তাহলে আমরা কেন আরও বেশি আশা করব না?”

অনুষ্ঠানে আরেক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং মোহাম্মদ বিএনপি নেতা মনিরুজ্জামান বলেন তিস্তা চুক্তিই ভারতের সাথে আলোচনার একমাত্র চাহিদা বা আলোচনার বিষয় নয়।

তিনি বলেন ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হবার ঘটনা বন্ধ করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধ করার বিষয়টি নরেন্দ্র মোদীর সফরে আলোচনা করা জরুরী।

তিস্তার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গে মিঃ মনিরুজ্জামান বলেন ভারতের দিক থেকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্খার প্রতি নজর দেয়া উচিত।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ জামান মনে করেন এবার তিস্তা চুক্তি না হলেও নরেন্দ্র মোদীর এ সফর বাংলাদেশের আকাঙ্খা পূরণ করবে।

তিনি বলেন তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্ত চেষ্টা করবে বলেও তিনি বিশ্বাস করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ জামান

তবে এ ব্যাপারে শামীমা সুলতানা শীলু বলেন নরেন্দ্র মোদীর এ সফরকে ঘিরে বাংলাদেশে অনেকের মাঝে প্রত্যাশা থাকলেও সেটা কতটা বাস্তবে রূপ পাবে সেটি নিয়ে তাঁর সংশয় রয়েছে।

তিনি বলেন “অতীতটা আমাদের সুখকর নয়। সেজন্য অন্যদের মত আমিও সংশয়ে আছি।”

অন্যদিকে নরেন্দ্র মোদীর এ সফরকে নিয়ে দর্শকদের মাঝেও ভিন্ন ভিন্ন মত দেখা যায়।

দর্শকদের একটি অংশ মনে করেন ভারতের প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের প্রত্যাশা পূরণ করবে।

আবার অনেকেই বলেছেন এই সফর বাংলাদেশের প্রত্যাশা কতটা পূরণ করবে সেটা নিয়ে সংশয় রয়েছে।

মানব পাচার প্রতিরোধ

বাংলাদেশ সংলাপের তৃতীয় প্রশ্নটি আলোচনা হয় মানব পাচার প্রসঙ্গে। একজন দর্শক প্রশ্ন করেন মানব পাচার প্রতিরোধে গোটা বিশ্বের একজোট হয়ে সিদ্ধান্ত নেয়ার এখনই কি উপযুক্ত সময়?

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিঃ ফাযেক উজ জামান মানব পাচারের বিষয়টিকে ‘বড় ধরণের দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি মনে করেন বাংলাদেশের জন্য বিষয়টি জটিল ও কঠিন। এক্ষেত্রে মানব পাচার বন্ধের জন্য বাংলাদেশের উচিৎ মিয়ানমারের সাথে কথা বলা এবং আন্তর্জাতিক সমঝোতা গড়ে তোলা।

এবিষয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া উচিৎ বলে তিনি মত দেন।

মিঃ ফায়েক উজ জামানের সাথে একমত পোষণ করে বিএনপি নেতা মনিরুজ্জামান বলেন মানব পাচারের বিষয়টির সাথে যেহেতু বেশ কয়েকটি দেশের সিন্ডিকেট জড়িত সেজন্য জাতিসংঘের ভূমিকা এখানে অপরিহার্য।

অনুষ্ঠানে একজন দর্শক বলেন মিয়ানমারের সহযোগিতা ছাড়া এ মানব পাচার বন্ধ করা সম্ভব নয়, কারণ এখানে রোহিঙ্গা ইস্যুটিও জড়িত। সেজন্য মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় একটি সমঝোতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের আরেক আলোচক শামীমা সুলতানা শীলু বলেন মানুষের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে না পারলে মানব পাচার বন্ধের জন্য আন্তর্জাতিক উদ্যোগ কোন কাজে লাগবে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে।

আবার আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দেশের সাথে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়শিয়াসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা করতে হবে।

বাংলাদেশের ভেতরেও মানবপাচারকারীদের একটি সিন্ডিকেট মানুষকে বেশি অর্থ উপার্জনের লোভ দেখিয়ে প্রতারিত করছে বলেও উল্লেখ করেন মিঃ রহমান।

সুন্দরবন নিয়ে উদাসীনতা ?

অনুষ্ঠানে চতুর্থ প্রশ্নটি করেন হাফিজ-আল-আসাদ খান। তাঁর প্রশ্ন ছিল “বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় বিভিন্ন সংগঠন যেখানে তৎপর, সেখানে সরকার কি বিষয়টি নিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে?”

আলোচক শামীমা সুলতানা শীলু বলেন সুন্দরবনের যাতে কোন ক্ষতি না হয় সেটি নিশ্চিত করার জন্য বন বিভাগকে যথেষ্ট উদ্যোগী মনে হচ্ছে না।

সুন্দরবনের কাছেই বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে সুন্দরবনের ক্ষতি হতে পারে বলে পরিবেশবাদীদের মধ্যে আশঙ্কা রয়েছে। এছাড়া সুন্দরবনের ভেতরে শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল সুন্দরবনের জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে বলে অনেকে মনে করেন। গতবছর শ্যালা নদীতে একটি তেলবাহী ট্যাংকার ডুবে তেল ছগিয়ে পড়ায় সে আশঙ্কা আরও জোরদার হয়েছে।

একজন দর্শক বলেন সুন্দরবনের বিষয়ে সরকার উদাসীন, কারণ শ্যালা নদীর ভেতর দিয়ে আবারও নৌযান চলাচল করতে দেয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, শ্যালা নদী দিয়ে গত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে জাহাজ চলাচল করছে। খুলনা অঞ্চলে নৌপথে ঢোকার জন্য এটিই একমাত্র রুট বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের আরেকজন দর্শক মন্তব্য করেন যে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নিয়ে অনেকে আপত্তি তুললেও সরকার সেদিকে নজর দিচ্ছেনা।

এ দর্শকের মন্তব্যকে সমর্থন করেন বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতের বিরুদ্ধে গিয়ে সরকার এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছে।

তবে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলছেন পরিবেশ বিবেচনায় রেখেই রামপালে এ বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে।

সূত্র: বিবিসি