রাজশাহী : রাজশাহী জেলা প্রশাসকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক চালক মালিক। রোববার দুপুরে পুঠিয়ার চালকল মালিক নজরুল ইসলাম রাজশাহীর সহকারী জজ আদালতে এই মামলাটি করেন।
মামলায় চাল সংগ্রহ অভিযানে বৈষম্যের অভিযোগের অভিযোগ করা হয়েছে। এতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, পুঠিয়া ও দূর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে ৩দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
মামলার বাদী নজররুল ইসলাম জানান, পুঠিয়া উপজেলায় ৩৪টি চালক রয়েছে। কিন্তু সরকারিভাবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬৯ মেট্রিকটন। আর একই নির্বাচনী এলাকা দূর্গাপুরে ৮টি চালক থাকলেও সেখানে বরাদ্দ দেয়া হয়েছে ১২৮০ মেট্রিকটন। এতে বৈষম্য করে পুঠিয়ার ব্যবসায়ীদের বঞ্চিত করায় তিনি এই মামলাটি করেছেন। জেলা প্রশাসক চাল সংগ্রহ অভিযানের সভাপতি হওয়ায় তাকে এক নম্বর বিবাদী করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান