বাংলার খবর২৪.কম,চুয়াডাঙ্গা : জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ও জাহাজপোতা সীমান্তে ১৪৪ বোতল ভারতীয় উন্নতমানের মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর ৪টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বুধবার রাতে দর্শনা বিজিবি ক্যাম্পের সুবেদার মহসিন আলীর নেতৃত্বে একদল বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা জয়নগর ও ঈশ্বরচন্দ্রপুর সীমান্তবর্তী মাঠ থেকে ৯৪ বোতল মদ উদ্ধার করে।
একই সময়ে, জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক শাহাবুদ্দিনসহ একদল বিজিবি জাহাজপোতা সীমান্তে টহল দেওয়ার সময় ২ জন চোরাচালানী দেখে চ্যালেঞ্জ করে। এসময় তারা ২ টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৫০ বোতল মদ উদ্ধার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান