ঢাকা: রাজধানীর তেজগাঁওস্থ নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালের চরম অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালটির চরম অব্যবস্থাপনা ও কর্মরতদের অনিয়ম দেখে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী।
দুপুরে হাসপাতালটিতে গিয়ে অভ্যর্থনা ও তথ্য কেন্দ্রে কাউকে পাননি মন্ত্রী। এমনকি গোটা হাসপাতালটিতে কর্মরত নার্সদের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র একজন।
হাসপাতালের এই চরম দশা দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় অনিয়মের সঙ্গে জাড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির পরিচালককে নির্দেশ দেন তিনি। আর এসব অনিয়ম দূর করে মানসম্মত সেবার পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে হাসপাতাল পরিচালককে অপসারণ করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, বিশেষায়িত এই হাসপাতাল সম্পর্কে প্রচার প্রচারণা না থাকায় কম রোগী আসছে। এ সময় হাসপাতালটি সম্পর্কে প্রচার প্রচারণা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর তেজগাঁও-এ জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অধিকাংশ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ দুপুর সোয়া দুইটায় তিনি হাসপাতালে গিয়ে দেখেন অভ্যর্থনা কক্ষে কেউ নেই। একজন নার্স ব্যতীত অন্যরা অনুপস্থিত। এসময় হাসপাতালের পরিচালক ছাড়া অধিকাংশদেরকে পাওয়া যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন কাগজে কলমে ২৮ জন রোগী ভর্তি দেখালেও বাস্তবে ২০ জন ভর্তি আছে। তিনি হাসপাতালের এই অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে পরিচালক ডা. জাহেদুল আলমকে অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ প্রদান করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অন্যথায় তাঁকেও অপসারণ করা হবে বলে জানিয়ে দেন মন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের সময়ে এরকম সুন্দর ও অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে জনগণের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে কতিপয় কর্মকর্তা কর্মচারীদের গাফিলতিতে তা ভেস্তে যেতে দেওয়া হবে না। তিনি এই হাসপাতাল সম্পর্কে জনগণের মাঝে আরো প্রচারণা বাড়িয়ে একটি উন্নত ব্যবস্থাপনা গড়ে রোগী বান্ধব ও চিকিৎসা উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য পরিচালককে নির্দেশ প্রদান করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান